শিরোনাম:
পাইকগাছা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

SW News24
শনিবার ● ২৫ জুলাই ২০২০
প্রথম পাতা » ব্যবসা-বাণিজ্য » কেশবপুরে কোরবানীর গরু কিনলে পালসার মোটরসাইকেল ফ্রি
প্রথম পাতা » ব্যবসা-বাণিজ্য » কেশবপুরে কোরবানীর গরু কিনলে পালসার মোটরসাইকেল ফ্রি
৪৪৩ বার পঠিত
শনিবার ● ২৫ জুলাই ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কেশবপুরে কোরবানীর গরু কিনলে পালসার মোটরসাইকেল ফ্রি

---
এম. আব্দুল করিম, কেশবপুর (যশোর) প্রতিনিধি ঃ

যশোরের কেশবপুরে একটি কোরবানীর গরু কিনলেই পাবেন একটি পালসার মোটর সাইকেল ফ্রি উপহার এমন ঘোষনা দিয়েছেন গরুর মলিক সোহরাব হোসেন । কেশবপুর উপজেলার কাস্তা গ্রামের আজিজুর রহমান সানার ছেলে সোহরাব হোসেন বাড়ীতে পালনের জন্য গত ৩ বছর আগে ফ্রিজিয়ান জাতের একটি ষাড় ক্রয় করেন। অন্যান্য গরুর তুলনায় এই ষাড়টি খুব শান্তশিষ্ট হওয়ায়  সোহরাবের পরিবার সখ করে এই গরুটির নাম রাখেন শান্তবাবু। পরিবারের সকলেই গরুটিকে শান্তবাবু নামে ডাকেন। দেখতে দেখতে শান্তবাবু বিশাল দেহের অধিকারী হয়ে উঠে। গরুর  মালিক সোহরাব হোসেন বলেন, আমরা সবাই শান্তবাবুকে আমাদের পরিবারের একজন সদস্য হিসেবে মনে করে অতি আদর যতœ দিয়ে তাকে নিজের ছেলের মত করে বড় করেছি। অতি অল্প সময়ে সে আমাদের সকলের কাছে অতি প্রিয় হয়ে উঠেছে। তাই প্রিয় বস্তুুর বিদায়টা স্মরনীয় করে রাখতে তার পরিবারের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে  শান্তবাবুকে যে ক্রেতা  ন্যায্য  মূল্য দিবে তাকেই  একটি পালসার মটরসাইকেল উপহার দেওয়া হবে। দাম পেলেই ঈদ উপহার স্বরুপ শান্তবাবুর সাথেই  ক্রেতার হাতে এই উপহারটি তুলে দেওয়া হবে  গরুর ওজনের কথা বলতে তিনি বলেন, শান্তবাবুর ওজন প্রায় ২৫ থেকে ৩০ মন হবে। ৫ লাখ দাম হলে তিনি শান্তবাবুকে বিক্রি করবেন বলে জানান। এদিকে প্রতিদিন বিভিন্ন এলাকা থেকে গরুটি এক নজর দেখার জন্য উপজেলার বিভিন্ন পেশার মানুষ  কাস্তা গ্রামের সোহরাবের বাড়িতে প্রচন্ড ভীড় জমতে দেখা গেছে। কোরবানির ঈদে গরুটি বিক্রয়ের ঘোষনা দেওয়ায় ঐ গরুটি ক্রয়ের জন্য বিভিন্ন এলাকার গরুর ব্যাপারিরা তার বাড়ীতে গিয়ে  দর কষাকষি করছে।  এখনও পর্যন্ত কোন ব্যাপারি তার গরুর উপযুক্ত দামে উঠতে পারেনি বলে তিনি জানান। কেশবপুরে এই প্রথম কোন গরুর মালিক ক্রেতাকে পালসার উপহারের ঘোষনা দিলেন। তাই গরুর সাথে আকর্ষনীয় পুরুষ্কার পালসার জিতে নিতে প্রয়োজনে  গরুর মালিকের  ০১৩০৩০৩০০৫৭/০১৭২৩১১৫০২১ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)