শিরোনাম:
পাইকগাছা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

SW News24
বৃহস্পতিবার ● ৪ মার্চ ২০২১
প্রথম পাতা » ইতিহাস ও ঐতিহ্য » শুধু উদ্বোধন! দীঘি থেকে কচুরীপানা উত্তোলন না করায় জনমনে ক্ষোভ
প্রথম পাতা » ইতিহাস ও ঐতিহ্য » শুধু উদ্বোধন! দীঘি থেকে কচুরীপানা উত্তোলন না করায় জনমনে ক্ষোভ
৫১১ বার পঠিত
বৃহস্পতিবার ● ৪ মার্চ ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

শুধু উদ্বোধন! দীঘি থেকে কচুরীপানা উত্তোলন না করায় জনমনে ক্ষোভ

  এস--- ডব্লিউ নিউজ: পাইকগাছার সরল খাঁ দীঘির শেওলা পরিষ্কার করার কাজের উদ্বোধন করা হলেও দীঘি থেকে কোন শেওলা বা কচুরীপানা উঠানো হয়নি। শেওলা তোলা উদ্বোধন করার প্রায় দুই সপ্তাহ পার হলেও দীঘি থেকে কোন শেওলা কচুরীপানা না উঠানোই জনমনে ক্ষোভের সৃষ্টি হয়েছে। শত শত লোক এই দীঘিতে গোসলসহ পানি ব্যবহার করেন। দীর্ঘদিন দীঘিটি সংস্কার ও পরিষ্কার পরিচ্ছন্ন না করায় পানি ঘর কালো রং ধরন করেছে।

গত ২২ ফেব্রুয়ারী সোমবার সরল খাঁ দীঘির শেওলা ও কচুরীপানা পরিস্কার কাজের উদ্বোধন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পরিচ্ছন্ন এ কাজের শুভ উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ৩নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ আব্দুল গফফার মোড়ল। ---

উল্লেখ্য, ঐতিহ্যবাহী দীঘিটি প্রায় ৬শ বছর আগে হযরত খানজাহান আলী (রহঃ)’র অনুসারী সরল খাঁ এলাকার মানুষের সুপেয় পানির জন্য দীঘিটি খনন করেন। দীঘিটি হচ্ছে অত্র এলাকার ইতিহাস ও ঐতিহ্য। সরল খাঁ’র নামেই পাইকগাছা সহ এলাকার কয়েকটি গ্রামের নামকরণ হয়। ---

এলাকার শত শত মানুষের গোসলের একমাত্র মাধ্যম অত্র দীঘিটি। বিভিন্ন রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য অনেকেই এখনো দীঘিতে মানত করে থাকে। দীর্ঘদিন সংস্কারের অভাবে সমস্ত পুকুর শেওলায় জুড়ে নিয়েছে। এছাড়া আগাছা ও আবর্জনায় পুকুরের পানি ব্যবহারের অনুপোযোগী হয়ে পড়েছে। এ বিষয়ে পৌরসভার ৩নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ আব্দুল গফফার মোড়ল বলেন, হয়তো আগামী শনিবার থেকে দীঘির কচুরীপানা উত্তোলন করা হবে। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী জানান, এ বিষয়ে খোজ নিয়েছি আগামী শনিবার পুরাদমে দীঘির শেওলা উত্তোলনের কাজ হবে।

ঐতিহ্যবাহী দীঘির জায়গা নানা ভাবে জবর দখল হওয়ায় দীঘি সংকুচিত হচ্ছে। এতে দীঘির পরিবেশ যেমন বিপন্ন হচ্ছে, তেমনি দীঘির ঐতিহ্য হারাচ্ছে। সরকারি এই দীঘির জল সংরক্ষনের বিশাল আধার। দীঘি বাঁচলে পরিবেশ ও জীববৈচিত্র সুস্থ্য থাকবে। তাই মানুষের কল্যাণে এই দীঘি পূর্ণ খননসহ রক্ষণাবেক্ষণ করার জন্য কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করেছে এলাকাসী।





ইতিহাস ও ঐতিহ্য এর আরও খবর

৭ ডিসেম্বর মাগুরা মুক্ত দিবস ৭ ডিসেম্বর মাগুরা মুক্ত দিবস
বঙ্গবন্ধুর একান্ত সহচর মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক শহীদ এম এ গফুর বঙ্গবন্ধুর একান্ত সহচর মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক শহীদ এম এ গফুর
১১২তম জন্মবার্ষিকীতে নীহার রঞ্জন গুপ্তের বাড়ি সংস্কারহ স্মৃতি স্মরণে ৫ দফা দাবি ১১২তম জন্মবার্ষিকীতে নীহার রঞ্জন গুপ্তের বাড়ি সংস্কারহ স্মৃতি স্মরণে ৫ দফা দাবি
মহামান্য হাইকোর্টের নির্দেশনা মোতাবেক পাইকগাছার মধুমিতা পার্কটির অবৈধ স্হাপনা উচ্ছেদ করে পূর্বাস্হায় ফেরানোর নির্দেশ মহামান্য হাইকোর্টের নির্দেশনা মোতাবেক পাইকগাছার মধুমিতা পার্কটির অবৈধ স্হাপনা উচ্ছেদ করে পূর্বাস্হায় ফেরানোর নির্দেশ
খুলনা দিবস পালিত খুলনা দিবস পালিত
ব্রিটিশ হটাও আন্দোলনের সাক্ষী ‘দরবার স্তম্ভ’ ব্রিটিশ হটাও আন্দোলনের সাক্ষী ‘দরবার স্তম্ভ’
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্মৃতি জাদুঘরের বেহাল দশা বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্মৃতি জাদুঘরের বেহাল দশা
ভাষা সৈনিক ধীরেন্দ্রনাথ দত্তের বাড়িটি রাষ্ট্রীয়ভাবে সংরক্ষেণের দাবি ভাষা সৈনিক ধীরেন্দ্রনাথ দত্তের বাড়িটি রাষ্ট্রীয়ভাবে সংরক্ষেণের দাবি
খুলনায় বিশ্ব বেতার দিবস পালিত স্বাধীনতা সংগ্রামে বাংলাদেশ বেতার বলিষ্ঠ ভূমিকা রেখেছে   -সিটি মেয়র খুলনায় বিশ্ব বেতার দিবস পালিত স্বাধীনতা সংগ্রামে বাংলাদেশ বেতার বলিষ্ঠ ভূমিকা রেখেছে -সিটি মেয়র
খুলনা হানাদার মুক্ত দিবস খুলনা হানাদার মুক্ত দিবস

আর্কাইভ