শিরোনাম:
পাইকগাছা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

SW News24
রবিবার ● ১১ জুলাই ২০২১
প্রথম পাতা » বিবিধ » চুকনগর যতিন কাশেম সড়ক ও কাউন্সিল সড়কের ড্রেন পূণঃসংস্কারসহ বৈদ্যুতিক খুটি স্থান্তারের দাবী এলাকাবাসীর
প্রথম পাতা » বিবিধ » চুকনগর যতিন কাশেম সড়ক ও কাউন্সিল সড়কের ড্রেন পূণঃসংস্কারসহ বৈদ্যুতিক খুটি স্থান্তারের দাবী এলাকাবাসীর
৩২৪ বার পঠিত
রবিবার ● ১১ জুলাই ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

চুকনগর যতিন কাশেম সড়ক ও কাউন্সিল সড়কের ড্রেন পূণঃসংস্কারসহ বৈদ্যুতিক খুটি স্থান্তারের দাবী এলাকাবাসীর

---

শেখ আব্দুল মজিদ,(চুকনগর) খুলনা।।

ডুমুরিয়ার চুকনগর শহর অভ্যান্তরে প্রধান সড়ক যতিন কাসেম ও কাউন্সিল সড়কের দু’পাশে ড্রেনের ব্যবস্থা না থাকায় জলবদ্ধতার শংঙ্কায় রয়েছেন,সাধারণ মানুষ। আর চলতি বর্ষা মৌসুমে সামান্য বৃষ্টি হলে বিভিন্ন স্থানে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। পানি নিষ্কাশন ও জনদুর্ভোগ লাঘবে সংশ্লিষ্ট উর্দ্ধোতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ কামনা করছেন স্থানীয় এলাকাবাসী। এছাড়া সম্প্রতি সময়ে সড়কের দু’পাশে স্থপনা তৈরি করতে অজ্ঞাত ভাবে রাখা হয়েছে ইটের স্তুপ। ফলে যানবাহনসহ পথচারী যাতায়াতে চরম বিড়ম্বনার শিকার হতে হচ্ছে প্রতিনিয়ত। আর  রাস্তার পাশে ইট রাখার কারণে যে  কোন মুহূর্তে ছোট বড় দূর্ঘটনার শংঙ্কা রয়েছে। জানাগেছে,পুরাতন একটি ড্রেন থাকলেও দীর্ঘদিন যাবৎ তার কোন সংঙ্কার কাজ না হওয়ায় জরাজীর্ণ হয়ে পানি নিষ্কাশনে চরম বাধা গ্রস্থ হচ্ছে। স্থানীয় সুত্রে জানাগেছে, দেশের দক্ষিণ জনপদের বৃহত্তম  খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার আটলিয়া ইউনিয়নে চুকনগর শহরটি অবস্থিত। খুলনা, যশোর, সাতক্ষীরা এবং শিল্প নগরী নওয়াপাড়ার মধ্য স্থল চুকনগর একটি গুরত্বপূর্ণ ব্যস্থতম ও ট্রানজিড এলাকা। তাছাড়া সড়কের দু’পাশে রয়েছে আবাসিক এলাকা, অসংখ্য দোকান পাট ও  ব্যবসা প্রতিষ্ঠান। পানি নিষ্কাশনের জন্য প্রায় ২৫ বছর আগে এ সড়কের পাশে একটি ড্রেন নির্মাণ করা হয়। কিন্তু সম্প্রতি ড্রেনটি দীর্ঘদিন সংস্কারের অভাবে একবারে অকেজো হয়ে পড়েছে। এর ফলে বৃষ্টির পানি জমে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে এ সড়কের অধিকাংশ জায়গায়। এছাড়া সড়কের দু’পাশে রয়েছে বৈদ্যুতিক খুটি। যে কারণে ওই সড়কে চলাচলরত যানবাহনসহ সাধারণ মানুষের যাতায়াতে সৃষ্টি হচ্ছে চরম প্রতিবন্ধকতা। তবে খুলনা পল্লী বিদ্যুৎ ডুমুরিয়া জোনাল অফিসের ডিজিএম মোঃ আব্দুল মতিন বলেন, জনস্বার্থে সড়কের পাশের খুটি গুলো স্থান্তারের বিষয় স্থানীয়রা আবেদন করলে নিয়ম অনুযায়ী ব্যাবস্থা নেয়া হবে। জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি ও পানি ব্যাবস্থাপনা কমিটির নেতা সাবেক অধ্যক্ষ এবিএম শফিকুল ইসলাম বলেন, জনবহুল এ শহর এলাকায় পানি নিষ্কাশনের জন্য ড্রেনেজ পূর্ণঃসংস্কার খুব জরুরি। বাজারের দোকান মালিক ব্যাবসায়ি আজহারুল ইসলাম  মোড়ল, মোঃ তবিবুর রহমান মোড়ল,পার্থ কুন্ডু, প্রফেসর সাইদুর রহমান, প্রফেসর  শেখ মনিরুল হক, বিধান তরফদার, শেখ মশিয়ার রহমান, রেজাউল করিম, কুমারেশ পালসহ এলাকাবাসী যতিন কাসেম ও কাউন্সিল সড়কের পাশে ড্রেনজ পূণঃসংস্কার এবং সড়কের  পাশে থাকা ইটের স্তুপ অপসারণ এবং বৈদ্যুতিক খুটি স্থান্তাতর  করে জনস্বার্থে সড়ক উন্মুক্ত রাখতে সংশ্লিষ্ট উদ্ধোতন কর্তৃপক্ষের নিকট জোর দাবি জানিয়েছেন। ইট রাখার বিষয় জানতে চাইলে জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান বলেন, স্থানীয় ইউপি চেয়ারম্যানের জিম্বায় ইট রাখা হয়েছে। জনগনের সুবিধার্থে সব কিছু করা হবে। আইনের বাইরে কোন কিছু করা হবে না। এ প্রসঙ্গে ডুমুরিয়া  উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আশরাফ হোসেন  জানান, চুকনগর  যতিন কাসেম সড়কের পাশে  ড্রেন পূর্ণঃসংস্কারের কাজ অতিদ্রু শুরু করা হবে। স্থানীয় সংসদ সদস্য নারায়ণ চন্দ্র চন্দ মহোদয় এ কাজের জন্য অর্থ বরাদ্দ দিয়েছেন।স্থানীয় সংসদ সদস্য নারায়ণ চন্দ্র চন্দ এমপি এ প্রতিবেদক কে জানান, জনস্বার্থে চুকনগর যতিন কাসেম সড়কের দু’পাশসহ বাজার অভ্যান্তারের পানি নিষ্কাশনের জন্য উপযুক্ত ড্রেন নির্মাণ করা হবে। তাছাড়া সড়কের দু’পাশে ইটের স্তুপ কে বা কারা করেছেন আপনারা খতিয়ে দেখেন। তিনি আরও বলেন, জন দুর্ভোগ লাঘবে ট্রানজিড ও ব্যস্থতম যতিন কাসেম সড়ক টি থাকবে উন্মুক্ত।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)