শিরোনাম:
পাইকগাছা, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

SW News24
সোমবার ● ৩০ আগস্ট ২০২১
প্রথম পাতা » সংস্কৃতি ও বিনোদন » বাগেরহাটে নানা আয়োজনে জন্মাষ্টমী উদযাপন
প্রথম পাতা » সংস্কৃতি ও বিনোদন » বাগেরহাটে নানা আয়োজনে জন্মাষ্টমী উদযাপন
৩৪৯ বার পঠিত
সোমবার ● ৩০ আগস্ট ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বাগেরহাটে নানা আয়োজনে জন্মাষ্টমী উদযাপন

এস ডব্লিউ নিউজ:---  বাগেরহাটে নানা আয়োজনে হিন্দু ধর্মালম্বীদের অন্যতম উৎসব শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি-জন্মাষ্টমী উদযাপিত হয়েছে। দিনটি উপলক্ষে বাগেরহাট শহরের শালতলা মোরস্থ কেন্দ্রীয় হরিসভা মন্দিরে স্বাস্থ্যবিধি মেনে গীতাযোজ্ঞ, প্রার্থণা সভা, পূজা আর্চোনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 সোমবার ৩০আগস্ট দুপুরে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান। হিন্দু ধর্মীয় নেতা বাবুল সরদারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন, বাগেরহাটের পুলিশ সুপার কেএম আরিফুল হক, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, বাগেরহাটের উপ-পরিচালক দেব প্রসাদ পাল, অধ্যক্ষ মনি মোহন মন্ডল, বাগেরহাট জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী জয়ন্ত কুমার মন্ডল, হিন্দু কল্যান ট্রাষ্টের সভাপতি মুক্তিযোদ্ধা শিব প্রসাদ ঘোষ, হিন্দু কল্যান ট্রাষ্টের সহকারি পরিচালক নকুল বর্মন, বাগেরহাট রামকৃষ্ণ আশ্রমের অধ্যক্ষ স্বামী স্বামী গুরু সেবানন্দ, বাগেরহাট পূজা উদযাপন কমিটির সভাপতি অমিত রায়, সাধারণ সম্পাদক অবনীশ চক্রবর্তী সোনা, মুক্তিযোদ্ধা নিমাই চন্দ্র দাস, এ্যাড. মিলন ব্যানার্জী প্রমুখ। এসব অনুষ্ঠানে সনাতন ধর্মীয় শতাধিক নারী-পুরুষ অংশগ্রহন করেন।

অন্যদিকে বাগেরহাট সরকারি পিসি কলেজেও নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে জন্মাষ্টমী উদযাপিত হয়েছে। দিনটি উপলক্ষে সকালে কলেঝ মন্দিরে শ্রীকৃষ্ণের বিহীত পূজা, গীতা ও অন্যান্য ধর্মীয় গ্রন্থ পাঠ, ধর্মীয় আলোচনাসভা, দরিদ্র শিক্ষার্থীদের বস্ত্র ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। এসব অনুষ্ঠানে সরকারি পিসি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক সেখ মোস্তাহিদুল আলম, অধ্যাপক অনিমেষ কান্তি সাহা, সহযোগী অধ্যাপক কংকন দেবনাথ, পিসি কলেজ ছাত্র সংসদের ভিপি, মোঃ ইয়াছির আরাফাত নোমানসহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এছাড়া বাংলাদেশ হিন্দু, বৈদ্য, খ্রীষ্টান ঐক্য পরিষদের আয়োজনে বিকেলে বাগেরহাট শহরের এসিলাহা মিলনায়তনে জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।





আর্কাইভ