শিরোনাম:
পাইকগাছা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

SW News24
রবিবার ● ১২ ডিসেম্বর ২০২১
প্রথম পাতা » বিবিধ » জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
প্রথম পাতা » বিবিধ » জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
৩৫০ বার পঠিত
রবিবার ● ১২ ডিসেম্বর ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

 

 ---

 

 

এস ডব্লিউ; খুলনা জেলা আইনশৃঙ্খলা কমিটির ডিসেম্বর মাসের সভা রবিবার বিকালে জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান তালুকদারের সভাপতিত্বে তাঁর সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়।

 

সভাপতি তাঁর বক্তৃতায় বলেন, খুলনার আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক। তবে তরুণ প্রজন্ম যেন মাদকের মতো সামাজিক ব্যাধিতে আসক্ত হয়ে না পড়ে সেদিকে সবাইকে সজাগ দৃষ্টি রাখতে হবে। তিনি করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন রুখতে সবাইকে মাস্ক পরিধানসহ অন্যান্য স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানান।

 

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পুলক কুমার মৈত্র সভায় বিগত মাসে খুলনা জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি তুলে ধরেন। এসময় জানানো হয়, খুলনা জেলা অধিক্ষেত্রে বিগত নভেম্বর মাসে ১২৮ টি মামলা দায়ের করা হয়েছে যা বিগত অক্টোবর মাসে জেলায় দায়ের হওয়া মামলা থেকে ৩২টি কম। খুলনা মহানগরী অধিক্ষেত্রে নভেম্বর মাসে ১৪৯ টি মামলা দায়ের হয়েছে যা বিগত অক্টোবর মাসে দায়ের হওয়া মামলা হতে তিনটি কম।

 

সভায় সিভিল সার্জন ডাঃ নিয়াজ মোহাম্মদ, অতিরিক্ত জেলা প্রশাসক মুকুল কুমার মৈত্র, মেট্রোপলিটন পুলিশের এডিসি (দক্ষিণ) সোনালী সেন, জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও জেলা আইনশৃঙ্খলা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।





আর্কাইভ