শিরোনাম:
পাইকগাছা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

SW News24
বুধবার ● ২৯ ডিসেম্বর ২০২১
প্রথম পাতা » সংস্কৃতি ও বিনোদন » খুলনায় ৪ দিন ব্যাপী বঙ্গবন্ধু ও স্বাধীনতা বইমেলা শুরু কাল
প্রথম পাতা » সংস্কৃতি ও বিনোদন » খুলনায় ৪ দিন ব্যাপী বঙ্গবন্ধু ও স্বাধীনতা বইমেলা শুরু কাল
৩২৭ বার পঠিত
বুধবার ● ২৯ ডিসেম্বর ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

খুলনায় ৪ দিন ব্যাপী বঙ্গবন্ধু ও স্বাধীনতা বইমেলা শুরু কাল

মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে সারা দেশের ন্যায় চারদিন ব্যাপী বঙ্গবন্ধু ও স্বাধীনতা বইমেলা খুলনায় আগামীকাল বৃহস্পতিবার থেকে শুরু হবে। বিকেল ৩টায় নগরীর শহিদ হাদিস পার্কে মেলার উদ্বোধন করবেন খুলনা সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সার্বিক ব্যবস্থানায় ও স্থানীয় সরকার বিভাগের সহযোগিতায় খুলনা জেলা প্রশাসন এই মেলার আয়োজন করছে। মেলা উপলক্ষে আজ বুধবার বিকালে খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আয়োজিত প্রেসব্রিফিং এসব তথ্য জানান জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান তালুকদার।ব্রিফিংয়ে জানানো হয় মেলায় ৪৭টি স্টল থাকবে। প্রতিদিন বিকাল তিনটা থেকে রাত আটটা পর্যন্ত মেলা প্রাঙ্গণ সকলের জন্য উম্মুক্ত থাকবে। এছাড়া মেলা উপলক্ষে বিতর্ক প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে। ২ জানুয়ারি সন্ধ্যায় সমাপনী অনুষ্ঠিত হবে।

ব্রিফিংয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইউসুপ আলী, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ সাদিকুর রহমান খান, খুলনা প্রেসক্লাবের সভাপতি এসএম জাহিদ হোসেন উপস্থিত ছিলেন।---





আর্কাইভ