শিরোনাম:
পাইকগাছা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

SW News24
শনিবার ● ২৯ জানুয়ারী ২০২২
প্রথম পাতা » বিবিধ » মোংলায় পুড়ে যাওয়া বিধবার বাড়ি পরিদর্শনে পৌর মেয়র শেখ আঃ রহমান
প্রথম পাতা » বিবিধ » মোংলায় পুড়ে যাওয়া বিধবার বাড়ি পরিদর্শনে পৌর মেয়র শেখ আঃ রহমান
২৭৬ বার পঠিত
শনিবার ● ২৯ জানুয়ারী ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মোংলায় পুড়ে যাওয়া বিধবার বাড়ি পরিদর্শনে পৌর মেয়র শেখ আঃ রহমান

 


মোঃএরশাদ হোসেন রনি, মোংলা

মোংলা পোর্ট পৌরসভার ৯নং ওয়ার্ড সিগনাল টাওয়ার এলাকায় আগুনে পুড়ে যাওয়া বসতবাড়ি পরিদর্শন করেছেন মোংলা পোর্ট পৌরসভার মেয়র ও আ’লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ আঃ রহমান। শুক্রবার (২৮ জানুয়ারি) রাতে ও শনিবার (২৯ জানুয়ারি) সকালে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় পৌর সকল ওয়ার্ড কাউন্সিলর ও উপজেলা ভাইস-চেয়ারম্যান ইকবাল হোসেনসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

 

পরিদর্শনকালে পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আঃ রহমান বলেন, আগুন লাগার ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। এছাড়াও ক্ষতিপূরণের লক্ষ্যে ক্ষতিগ্রস্তদের সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।


প্রসঙ্গত, গত শুক্রবার (২৮ জানুয়ারি) সন্ধ্যায়  পৌর শহরের সিগনাল টাওয়ার এলাকায় এক অসহায় বিধবা রেবা বেগমের ঘরে অগ্নিকাণ্ডে ঘরের সকল মালামাল ভস্মিভূত হয়েছে। মুহুর্তের মধ্যেই আগুন লেগে ঘরবাড়ি পুড়ে ছাই হয়ে যায়। এতে নগদ অর্থ, বিভিন্ন আসবাপত্রসহ প্রায় তিন লক্ষ  টকার ক্ষতি হয়।


দুইবছর আগে স্বামী মারা যাওয়ার পর একটি প্ল্যাস্টিক কোম্পানিতে দৈনিক হাজিরায় কাজ করে কোন রকমে জীবিকা নির্বাহ ও ছেলেমেয়ের লেখা পড়ার ভরন পোষণ চালিয়ে আসছিলেন বিধবা রেবা বেগম। ভাগ্যের নির্মম পরিহাস হঠাৎ ঘরে অগ্নিকান্ডে কেড়ে নিলো তার সব কিছু।---এমনাবস্থায় বিধবার পথে বসা ছাড়া আর কোন উপায় নেই। সবার সহযোগিতা পেলে আবারও হয়তো স্বাভাবিক ভাবে জীবন যাপন করতে পারবে বলে জানান অসহায় বিধবা রেবা বেগম।





আর্কাইভ