শিরোনাম:
পাইকগাছা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

SW News24
শুক্রবার ● ২৫ ফেব্রুয়ারী ২০২২
প্রথম পাতা » নারী ও শিশু » কয়রায় নারী নির্যাতন ও বাল্য বিবাহ প্রতিরোধে উঠান বৈঠক
প্রথম পাতা » নারী ও শিশু » কয়রায় নারী নির্যাতন ও বাল্য বিবাহ প্রতিরোধে উঠান বৈঠক
৩৭১ বার পঠিত
শুক্রবার ● ২৫ ফেব্রুয়ারী ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কয়রায় নারী নির্যাতন ও বাল্য বিবাহ প্রতিরোধে উঠান বৈঠক

---  অরবিন্দ কুমার মণ্ডল,  কয়রা, খুলনাঃ

খুলনার কয়রায় ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্পের (২য় পর্যায়) আওতায় বাল্য বিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। উপজেলা তথ্য কেন্দ্রের আয়োজনে বৃহস্পতিবার বিকাল ৩টায় কয়রা সদর ইউনিয়নের ৬নং কয়রা গ্রামের আদিবাসী মুন্ডা নারীদের অংশগ্রহণে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
উপজেলা তথ্য আপা ইসকিতা আফরিনের সভাপতিত্বে উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাসিমা আলম, সহকারী কমিশনার (ভূমি) এম সাইফুল্লাহ, কয়রা থানার অফিসার ইনচার্জ মোঃ রবিউল হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার সাগর হোসেন সৈকত ও কপোতাক্ষ কলেজের অধ্যক্ষ অদ্রীশ আদিত্য মন্ডল।
আরো বক্তব্য রাখেন, উপজেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক রিয়াছাদ আলী, আইসিডির প্রতিষ্ঠাতা আশিকুজ্জামান, ইউপি সদস্য হরেন্দ্রনাথ সরকার, মুর্শিদা খানম, স্থানীয় সামজ সেবক আছাদুল হাওলাদার, মাওলানা মোস্তাজিুর রহমান, তথ্য অফিসের সহকারী জেসমিন আক্তার, জেসিকি ইসলাম কলি প্রমুখ।
উঠান বৈঠকে তথ্য কেন্দ্রের শিক্ষা ও ব্যবসা সংক্রান্ত সেবা সমূহ সম্পর্কে অবহিতকরণ, বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধকল্পে সচেতনতা বৃদ্ধি করাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠানে ৫০ জন আদিবাসী মুন্ডা নারী উপস্থিত ছিলেন।





আর্কাইভ