শিরোনাম:
পাইকগাছা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

SW News24
শনিবার ● ১২ মার্চ ২০২২
প্রথম পাতা » নারী ও শিশু » নড়াইলে নারীর নিরাপত্তা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
প্রথম পাতা » নারী ও শিশু » নড়াইলে নারীর নিরাপত্তা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
৩৪৮ বার পঠিত
শনিবার ● ১২ মার্চ ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নড়াইলে নারীর নিরাপত্তা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

ফরহাদ খান, নড়াইল                                       

লোকসমাগম স্থানে নারী ও কন্যা শিশুদের নিরাপত্তা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। স্বেচ্ছাসেবী সংগঠন নড়াইল ভলান্টিয়ার্স আয়োজিত চিত্রা রিসোর্ট মিলনায়তনে গণমাধ্যমকর্মীদের সঙ্গে শনিবার (১২ মার্চ) দিনব্যাপী এ কর্মশালায় নারীর ওপর যৌনহয়রানিসহ বিভিন্ন শারীরিক ও মানসিক চিত্র তুলে ধরা হয়। ---নড়াইল প্রেসক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট আলমগীর সিদ্দিকীর সভাপতিত্বে কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন নড়াইল ভলান্টিয়ার্সের সভাপতি শফিকুল ইসলাম। এছাড়া বক্তব্য রাখেন স্থানীয় গণমাধ্যমকর্মীরা।

আয়োজকসহ সাংবাদিকরা বলেন, নারী ও কন্যা শিশুর প্রতি সহিংসতা বাংলাদেশসহ বিশ্বের অনেক দেশে নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। করোনা মহামারির সময়টাতে নারীরা সামাজিক যোগাযোগ মাধ্যমেও যৌন হয়রানি বা সহিংসতার শিকার হচ্ছেন। যা নারীর সম্ভাবনা এবং জীবন চলার পথে বাধাগ্রস্ত করছে। এক্ষেত্রে লোকালয়ে নারী ও কন্যা শিশুদের ওপর হয়রানি বন্ধে বিদ্যামান আইন ও নীতিমালাগুলো যথেষ্ট নয়। অনলাইন মাধ্যমসহ লোকালয়ে নারীদের চলার ক্ষেত্র আরো নিরাপদ ও স্বস্তিকর করতে  সম্মিলিত ও সমন্বিত পদক্ষেপ নেয়া প্রয়োজন।





আর্কাইভ