শিরোনাম:
পাইকগাছা, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

SW News24
বুধবার ● ২৩ মার্চ ২০২২
প্রথম পাতা » কৃষি » কয়রায় উদ্ভাবনী কৃষি মেলা
প্রথম পাতা » কৃষি » কয়রায় উদ্ভাবনী কৃষি মেলা
২৭৬ বার পঠিত
বুধবার ● ২৩ মার্চ ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কয়রায় উদ্ভাবনী কৃষি মেলা

পরিতোষ কুমার বৈদ্য শ্যামনগর সাতক্ষীরা ২২ মার্চ মঙ্গলবার কয়রা উপজেলার দক্ষিণ বেদকাশি ইউনিয়নের ঘড়িলাল বাজার সংলগ্ন মাঠে বেসরকারী উন্নয়ন সংস্থা লিডার্স এর সহযোগিতায় দক্ষিণ বেদকাশি ইউনিয়ন জলবায়ু সহনশীল ফোরাম আয়োজিত উদ্ভাবনী কৃষি মেলা ২০২২ আয়োজন করা হয়েছে।

বিকাল ৪ টায়--- উক্ত উদ্ভাবনী কুষি মেলায় সভাপতিত্ব করেন দক্ষিণ বেদকাশি ইউনিয়নের চেয়ারম্যান মোড়ল আছের আলী, প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কয়রা উপজেলা নির্বাহী অফিসার অনিমেশ বিশ্বাস, বিশেষ অতিথি হিসাবে উপস্তিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ আসাদুজ্জামান, কয়রা উপজেলায় সুন্দরবন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক  উপজেলা জলবায়ু অধিপরামর্শ ফোরামের সাধারণ সম্পাদক মোঃ খায়রুল আলম, আরও উপস্থিত ছিলেন কয়রা প্রেস ক্লাবের সভাপতি  ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক এস. এম হারুন-অর-রশিদ, মেলা উদযাপন কমিটিরি সভাপতি  ইউপি সদস্য জি. এম দিদারুল আলম, লিডার্স এর নির্বাহী পরিচালক মোহন কুমার মন্ডল, বৈজ্ঞানীক সহকারী  ফোরামের সদস্য জাহিদ হাসান, ফোরামের সদস্য  সাবেক সংরক্ষিত ইউপি সদস্য নিলীমা চক্রবর্তী, কয়রা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ  ফোরামের সদস্য শাহজাহান সিরাজ, দক্ষিণ বেদকাশি ইউনিয়ন জলবায়ু সহনশীল ফোরামের কৃষি বিষয়ক সম্পাদক শাহ আলম গাজী প্রমূখ।

উপকূলীয় এলাকায় টেকসই কৃষি ব্যবস্থাপনা  কৃষি প্রযুক্তির সম্প্রসারণের লক্ষ্যে এই উদ্ভাবনী কৃষি মেলার আয়োজন করা হয়। এই মেলায় স্থানীয় সম্পদের সর্বোচ্চ ব্যবহার করে বিভিন্ন কৃষি প্রযুক্তির প্রদর্শণী করা হয়। প্রদর্শণী গুলোর মধ্যে উল্লেখ যোগ্য ছিল বর্জ্য ব্যবস্থাপনাপানি ব্যবস্থাপনাআর্থ টাওয়ার এবং ভার্টিক্যাল টাওয়ারসমন্বিত চাষ ব্যবস্থাপনাসর্জন পদ্ধতিবিনা চাষে সবজিবৃষ্টির পানি সংরক্ষণ পদ্ধতিজৈব সারকর্কশীটঝুড়ি এবং বালতিতে সবজি চাষকিচেন গার্ডেনস্বল্প পানিতে সেচইঁদুর দমন পদ্ধতি। বিভিন্ন শ্রেনী পেশার মানুষ বিভিন্ন স্টল ঘুরে এসব প্রদর্শণী দেখেন এবং মতামত ব্যক্ত করেন।

প্রধান অতিথি বলেন, “দক্ষিণ বেদকাশি ইউনিয়নে ২০২২ সালের ডিসেম্বর মাসের পরে কোন লবণ পানি প্রবেশ করবে না। তখন এই এলাকার মানুষ কৃষি কাজ আরও এগিয়ে নিতে পারবে। টেকসই বেড়িবাঁধের জন্য একনেকে যে প্রকল্প অনুমোদন হয়েছে তার ছাড় হলে বেড়িবাঁধের কাজ শুরু হবে। বেড়িবাঁধ হলে লবণ পানি প্রবেশ করবে নাফলে কৃষকরা এসব প্রযুক্তি আারও বেশি ব্যবহার করতে পারবে। দক্ষিণ বেদকাশিতে লিডার্স যে কার্যক্রম পরিচালনা করছে তা প্রশংসনীয়। উপজেলা কৃষি অফিসের পাশাপাশি লিডার্স যদি এমন কার্যক্রম পরিচালনা করে তাহলে কৃষি ব্যবস্থা অনেক শক্তিশালী হবে। গোলখালীতে যদি পর্যটন কেন্দ্র হয় তাহলে এখানে মানুষের কর্মসংস্থান হবে। এই এলাকার মানুষের বেকারত্ব কমে যাবে।





কৃষি এর আরও খবর

মহা পরিচালকের পাইকগাছা কৃষি অফিস পরিদর্শন ও কর্মকর্তাদের সাথে মতবিনিময় মহা পরিচালকের পাইকগাছা কৃষি অফিস পরিদর্শন ও কর্মকর্তাদের সাথে মতবিনিময়
কেশবপুরে পান চাষ বেড়েছে কেশবপুরে পান চাষ বেড়েছে
পাইকগাছায় ৩দিন ব্যাপী বেসিক টেকনিক্যাল ট্রেনিং ফর ক্লাস্টার গ্রুপ মেম্বারস এর উদ্বোধন পাইকগাছায় ৩দিন ব্যাপী বেসিক টেকনিক্যাল ট্রেনিং ফর ক্লাস্টার গ্রুপ মেম্বারস এর উদ্বোধন
কয়রায় ক্লাইমেট-স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন কয়রায় ক্লাইমেট-স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন
পাইকগাছায় বারনমারী-ভেটকা খালের পুনঃ খনন  কাজের উদ্বোধন করলেন -রশীদুজ্জামান-এমপি পাইকগাছায় বারনমারী-ভেটকা খালের পুনঃ খনন কাজের উদ্বোধন করলেন -রশীদুজ্জামান-এমপি
পাইকগাছায় লাউ চাষে সফলতা পেয়েছে কৃষক হারুণ গাজী পাইকগাছায় লাউ চাষে সফলতা পেয়েছে কৃষক হারুণ গাজী
পাইকগাছায় সূর্যমুখী ফুল চাষে কৃষকদের মুখে হাসি পাইকগাছায় সূর্যমুখী ফুল চাষে কৃষকদের মুখে হাসি
লবনাক্ত মৎস্য ঘেরে বিনা চাষে সরিষার বাম্পার ফলন ;সম্ভাবনার দ্বার উম্মোচন লবনাক্ত মৎস্য ঘেরে বিনা চাষে সরিষার বাম্পার ফলন ;সম্ভাবনার দ্বার উম্মোচন
অতিরিক্ত সচিবের নেতৃত্বে কর্মকর্তাগণ খুলনায় আধুনিক তথ্য কমপ্লেক্স নির্মাণের জন্য জমি সরেজমিন পরিদর্শন করেন অতিরিক্ত সচিবের নেতৃত্বে কর্মকর্তাগণ খুলনায় আধুনিক তথ্য কমপ্লেক্স নির্মাণের জন্য জমি সরেজমিন পরিদর্শন করেন
পাইকগাছায় বিনা সরিষা-৯ এর মাঠ দিবস অনুষ্ঠিত পাইকগাছায় বিনা সরিষা-৯ এর মাঠ দিবস অনুষ্ঠিত

আর্কাইভ