শিরোনাম:
পাইকগাছা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

SW News24
শুক্রবার ● ১৫ এপ্রিল ২০২২
প্রথম পাতা » সংস্কৃতি ও বিনোদন » কেশবপুরে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন
প্রথম পাতা » সংস্কৃতি ও বিনোদন » কেশবপুরে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন
৩১৭ বার পঠিত
শুক্রবার ● ১৫ এপ্রিল ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কেশবপুরে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন

এম.আব্দুল করিম, কেশবপুর (যশোর) প্রতিনিধি :

যশোরের কেশবপুরে বর্ণঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপিত হয়েছে। কেশবপুর উপজেলা প্রশাসনসহ বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের পক্ষ থেকে বাংলা নববর্ষ-১৪২৯ বরণ উপলক্ষ্যে মঙ্গল শোভাযাত্রা, আলোচনা সভা, রচনা প্রতিযোগিতা, ক্রীড়া ও সাংস্কৃতি অনুষ্ঠানসহ নানা কর্মসুচি গ্রহন করা হয়েছে।

কেশবপুর উপজেলা প্রশাসনের আয়োজনে পহেলা বৈশাখ বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্ত্বর থেকে একটি মঙ্গল শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেছে। মঙ্গল শোভাযাত্রায় সেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন, স্কুল কলেজের শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহন করে। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে নব-বর্ষ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা কাজী রফিকুল ইসলাম।  ---উপজেলা শিশুবিষয়ক কর্মকর্তা বিমল কুমার কুন্ডুর সঞ্চলনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কেশবপুর পৌরসভার মেয়র মোঃরফিকুল ইসলাম মোড়ল, উপজেলা ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক চম্পা প্রমুখ।

আলোচনা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহনকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এর আগে সকাল ৭টায় উদীচির আয়োজনে শহরের রক্তকরবী মঞ্চে ও সম্মিলিত সাংস্কৃতিজোটের আয়োজনে পৌরভবন চত্ত্বরে বর্ষবরণের নানা কর্মসুচি পালিত হয়।





আর্কাইভ