শিরোনাম:
পাইকগাছা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

SW News24
শনিবার ● ১৬ এপ্রিল ২০২২
প্রথম পাতা » সংস্কৃতি ও বিনোদন » পাইকগাছায় বজরংবলী পূজা
প্রথম পাতা » সংস্কৃতি ও বিনোদন » পাইকগাছায় বজরংবলী পূজা
৪০৯ বার পঠিত
শনিবার ● ১৬ এপ্রিল ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাইকগাছায় বজরংবলী পূজা

---এস ডব্লিউ; খুলনা বিভাগে এই প্রথম পাইকগাছার গড়ইখালী’র হোগলার চকে বজরংবলী পূজা অনুষ্ঠিত হচ্ছে। মহাবলী হনুমানের জন্মজয়ন্তীতে উপজেলার গড়ুইখালী ইউনিয়নবাসির উদ্যোগে স্থানীয় উৎসায়ী যুবকদের প্রেরণায় এ পূজা উপলক্ষে ৩ দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বাংলা ২ রা বৈশাখ ১৪২৯ সন,১৬ এপ্রিল শনিবার সন্ধ্যা ৬ টায় মঙ্গলঘট স্থাপনের মধ্য দিয়ে ঘোষখালী নদী ঘেষা হোগলারচকে বজরংবলী পূজার আনুষ্ঠানিকতা শুরু হয়েছে । পূজা উপলক্ষে পূজা অর্চনা, প্রসাদ বিতরন, সাংস্কৃতিক অনুষ্ঠান সহ ১৭- ১৮ এপ্রিল ধর্মীয় যাত্রাপালার আয়োজন করা হয়েছে। সার্বিক সহযোগিতায রয়েছেন গড়ইখালীর যুদ্ধাহত মুক্তিযোদ্ধা শরৎ চন্দ্র মন্ডল, সিঙ্গাপুর প্রবাসী কয়েকজন যুবকসহ রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ। গত ১ সপ্তাহে স্থানীয় প্রতিমা শিল্পী পুলিন কয়াল ও তার দু’ছেলে দীপঙ্কর ও দেবাশীষ কয়াল দিনরাত পরিশ্রম করে ২১ হাত উচ্চঁতা বিশিষ্ট মহাবলী হনুমানের মুর্তি তৈরী করেছেন। আয়োজকরা জানান, ইতোপূর্বে দেশে প্রথম মাদারীপুরে বজরংবলী পূজা হয়েছিল। আর দ্বিতীয় বারের মতো খুলনার পাইকগাছার হোগলারচকে এ পূজা অনুষ্ঠিত হচ্ছে। প্রথমে ইন্টারনেট থেকে অভিজ্ঞতা নিয়ে স্থানীয় যুবক অরিষ্টান,নীলয়,মনোজ,প্রদীপ,প্রসেনজিৎ,তুষার,আকাশ,কংকন,রতন, সৌরভ, বরুন,সুজয়,সবুজ, সুজয,উজ্জ্বল, চিন্ময়,দেবপ্রসাদ একাধিক যুবকরা বজরংবলী পূজার উদ্যোগ গ্রহন করেন। কমিটির সভাপতি দুলাল মন্ডল, সম্পাদক লক্মীকান্ত মন্ডল ও ইউনিয়ন যুবলীগের সভাপতি মানবেন্দ্র নাথ মন্ডল বলেন, বজরংবলী পূজায় অনুষ্ঠিত হবে ৩ দিনের উৎসব ।





আর্কাইভ