শিরোনাম:
পাইকগাছা, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

SW News24
বৃহস্পতিবার ● ২১ এপ্রিল ২০২২
প্রথম পাতা » নারী ও শিশু » খুলনায় নারীদের উৎপাদিত পণ্য বিপণনের জন্য সেলস ও ডিসপ্লে সেন্টারের উদ্বোধন
প্রথম পাতা » নারী ও শিশু » খুলনায় নারীদের উৎপাদিত পণ্য বিপণনের জন্য সেলস ও ডিসপ্লে সেন্টারের উদ্বোধন
৩৮০ বার পঠিত
বৃহস্পতিবার ● ২১ এপ্রিল ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

খুলনায় নারীদের উৎপাদিত পণ্য বিপণনের জন্য সেলস ও ডিসপ্লে সেন্টারের উদ্বোধন

মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত ‘উপজেলা পর্যায়ে মহিলাদের জন্য আয়বর্ধক (আইজিএ) প্রশিক্ষণ’ প্রকল্পের আওতায় প্রশিক্ষণপ্রাপ্ত নারীদের উৎপাদিত পণ্য সামগ্রী বিপণনের জন্য খুলনা জেলা পর্যায়ে স্থাপতি সেলস ও ডিসপ্লে সেন্টার উদ্বোধন অনুষ্ঠান বৃহস্পতিবার--- দুপুরে খুলনার বয়রাস্থ ই/১০ জলিল স্মরণীতে অনুষ্ঠিত হয়। খুলনার জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান তালুকদার এর উদ্বোধন করেন।

উদ্বোধনকালে জেলা প্রশাসক বলেন, সরকার নারীদের বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ দিয়ে উদ্যোক্তা হিসেবে গড়ে তুলেছে। ঘরে ও বাইরে নারীরা ভালভাবে দায়িত্ব পালন করছে। জীবনের সকল ক্ষেত্রে নারীর সমানাধিকারের বিষয়টি বাংলাদেশের সংবিধানে স্বীকৃত। তিনি বলেন, এই সেলস ও ডিসপ্লে সেন্টারের মাধ্যমে নারীদের কর্মসংস্থান তৈরি হয়েছে এবং আরো উদ্যোক্তা তৈরির পথ সুগম হবে।

খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ সাদিকুর রহমান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত জানান মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক হাসনা হেনা। অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা মোঃ আলমগীর কবির, জাতীয় মহিলা সংস্থা খুলনার চেয়ারম্যান অধ্যাপিকা রুনু ইকবাল বিথার প্রমুখ উপস্থিত ছিলেন।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)