শিরোনাম:
পাইকগাছা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

SW News24
মঙ্গলবার ● ৩১ মে ২০২২
প্রথম পাতা » শিক্ষা » আশাশুনি সরকারী কলেজ জেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত
প্রথম পাতা » শিক্ষা » আশাশুনি সরকারী কলেজ জেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত
৩০২ বার পঠিত
মঙ্গলবার ● ৩১ মে ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আশাশুনি সরকারী কলেজ জেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত

---আহসান হাবিব, আশাশুনি  =: আশাশুনি সরকারি কলেজ এ বছর জেলার মধ্যে শ্রেষ্ঠ (কলেজ পর্যায়ে) শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত হয়েছে। কলেজ প্রতিষ্ঠার পর থেকে কলেজের সুনাম সুখ্যাতি ছিল মনে রাখারমত। শিক্ষানুরাগী মানুষের মনের চাওয়া পাওয়া পুরনের স্বাক্ষর হিসাবে ‘জাতীয় শিক্ষা সপ্তাহে-২০২২’-এ কলেজটি এই প্রথমবার জেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসেবে নির্বাচিত হয়েছে। এর আগে উপজেলা পর্যায়েও শ্রেষ্ট স্থান পায়। বেসরকারি এমপিও ভুক্ত থেকে সরকারি প্রতিষ্ঠানে উন্নীত হওয়া প্রতিষ্ঠানটি হঠাৎ করে দুঃশাসন আর স্বেচ্ছাচারিতার কারনে আত্মীকরনে মুখ থুবড়ে পড়লে প্রতিষ্ঠানটির কার্যক্রম অনেকটা পিছিয়ে পড়ে। নানা প্রতিবন্ধকতা, নাকানি-চুবানির শেকলে আটকে ফেলতে থাকে দুষ্ট একটি চক্র। অশুভ চক্রের দুর্বৃত্ততাকে হটাতে হঠাৎ করে একজন দুর্দশিতা সম্পন্ন আপদ মস্তক শিক্ষাগুরু ও দক্ষ পরিচালক অধ্যক্ষ কলেজে যোগদান করেন। যোগদান করেই কলেজের সার্বিক পর্যায়ে আমুল পরিবর্তন। প্রতিষ্ঠানে সকল ক্ষেত্রে নব উদ্যমে নতুনোত্ব আনতে সক্ষম হয়েছেন। যে কারনে তারই ফলশ্রুতিতে সফলতার দ্বার উন্মোচিত হলো। অধ্যক্ষ যোগদানের মাত্র ৭ মাসের মধ্যেই লেখাপড়া, অবকাঠামোগত ও সার্বিক উন্নয়নে একটি বড় সম্মান এসে দুয়ারে হাজির হলো, জেলার শেষ্ঠ প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি। এহেন উন্নয়নের ছোয়া, পরিবর্তন ও সুন্দরে রূপান্তরিত করতে যিনি শিক্ষক-কর্মচারীদের সঠিক নেতৃত্ব দান, বিগত দিনে শিক্ষক কর্মচারীদের মধ্যে দলাদলী ভেঙ্গে সকলকে সাথে নিয়ে সম্মিলিত শক্তিতে পরিণত করেছেন এবং নিরলস পরিশ্রম করেছেন তিনি হলেন কলেজের সুযোগ্য অধ্যক্ষ প্রফেসর মু. আবুল কালাম আজাদ।

সাতক্ষীরা জেলা প্রশাসক এস.এম হুমায়ুন কবিরের সভাপতিত্বে বিচারকমন্ডলী অন্য সদস্য ও কর্মকর্তাবৃন্দের সমন্বয়ে গঠিত কমিটি শ্রেষ্টত্ব ফল ঘোষনা করেন। অধ্যক্ষ সুসংবাদটি পাওয়ার পর শিক্ষক-কর্মচারীদের উদ্দেশ্যে জানান দেয়ার সময় আবেগ আপ্লুত হয়ে বলেন, ‘এ কৃতিত্ব শুধু আমার একার নয়, এটি কলেজের সকল শিক্ষক-কর্মচারী ও ছাত্র-ছাত্রীবৃন্দেরও। সকলে কমবেশী সঠিকভাবে তাদের দায়িত্ব পালন না করলে ও আমার নির্দেশনা মেনে না চললে আমার একার পক্ষে কলেজটিকে এই পর্যায়ে নিয়ে যাওয়া সম্ভব হতো না।’ তিনি আরও বলেন, নেত্রীস্থানীয় ব্যক্তিবর্গ যদি প্রতিষ্ঠানের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি না দেখাতেন তবে প্রতিষ্ঠানের জন্য ভালো কিছু উপহার দেয়া কখনও সম্ভব হতো না। কলেজের বর্তমান অভিভাবক ডাঃ আফম রুহুল হক এমপি, উপজেলা চেয়ারম্যান এবিএম মোস্তাকিম, উপজেলা প্রশাসন, জনপ্রতিনিধি, শিক্ষক-কর্মচারী, ছাত্র-ছাত্রী, গণমাধ্যমের সাথে সংশ্লিষ্ট সাংবাদিকবৃন্দ, স্থানীয় সুধীবৃন্দ ও সর্বোপরি জেলা প্রশাসনকে কলেজের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। তিনি আগমীতে পথ চলার জন্য সকল শ্রেনী পেশার মানুষের সহযোগীতা কামনা করেছেন।





শিক্ষা এর আরও খবর

পাইকগাছায় বগুড়ারচক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে পুনর্মিলনী অনুষ্ঠিত পাইকগাছায় বগুড়ারচক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে পুনর্মিলনী অনুষ্ঠিত
শিক্ষা হতে হবে আদর্শভিত্তিক       -ভূমিমন্ত্রী শিক্ষা হতে হবে আদর্শভিত্তিক -ভূমিমন্ত্রী
পাইকগাছায় স্কুল পরিচালনা পর্ষদের নির্বাচনে ভোটার তালিকায় অনিয়মের অভিযোগ ; নির্বাচন স্থগিত পাইকগাছায় স্কুল পরিচালনা পর্ষদের নির্বাচনে ভোটার তালিকায় অনিয়মের অভিযোগ ; নির্বাচন স্থগিত
পাইকগাছায় প্রশিক্ষণ প্রাপ্ত শিক্ষকদের মাঝে সনদপত্র বিতরণ পাইকগাছায় প্রশিক্ষণ প্রাপ্ত শিক্ষকদের মাঝে সনদপত্র বিতরণ
পাইকগাছা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা সফর সম্পন্ন পাইকগাছা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা সফর সম্পন্ন
পাইকগাছায় ২৮ শিক্ষা প্রতিষ্ঠানে বেঞ্চ বিতরন পাইকগাছায় ২৮ শিক্ষা প্রতিষ্ঠানে বেঞ্চ বিতরন
পাইকগাছায় বানিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষকে সম্মাননা প্রদান পাইকগাছায় বানিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষকে সম্মাননা প্রদান
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীর ৬৪ জেলা সাইকেল ভ্রমণ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীর ৬৪ জেলা সাইকেল ভ্রমণ
যৌথ শিক্ষা-গবেষণা কার্যক্রমে খুলনা বিশ্ববিদ্যালয়ের সাথে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষরিত যৌথ শিক্ষা-গবেষণা কার্যক্রমে খুলনা বিশ্ববিদ্যালয়ের সাথে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষরিত
মাগুরায় জাতীয় শিক্ষা সপ্তাহ পুরস্কার বিতরণ মাগুরায় জাতীয় শিক্ষা সপ্তাহ পুরস্কার বিতরণ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)