শিরোনাম:
পাইকগাছা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

SW News24
সোমবার ● ৬ জুন ২০২২
প্রথম পাতা » কৃষি » পাইকগাছায় আউশের আবাদ পুরাদমে শুরু হয়েছে
প্রথম পাতা » কৃষি » পাইকগাছায় আউশের আবাদ পুরাদমে শুরু হয়েছে
৩৪৯ বার পঠিত
সোমবার ● ৬ জুন ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাইকগাছায় আউশের আবাদ পুরাদমে শুরু হয়েছে

প্রকাশ ঘোষ বিধান, পাইকগাছা ॥  পাইকগাছায় আউশের আবাদ পুরাদমে শুরু  হয়েছে।কৃষকরা আউশের চারা রোপনে ব্যস্ত সময় পার করছে।  তবে ধানের থেকে বিচুলীর চাহিদা থাকায় কৃষকরা লাভবান হচ্ছে বেশি। ধানের ভাল ফলন ও উচ্চ মূল্য পাওয়ায় কৃষকরা আউশের আবাদে আগ্রহী হচ্ছে।   

     উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়,এ মৌসুমে উপজেলার ১০টি ইউনিয়নের মধ্যে ৪টি ইউনিয়ন গদাইপর,হরিঢালী,কপিলমুনি,রাড়ুলী ও পৌরসভায় ১শ ১৫ হেক্টর জমিতে আউশের আবাদ হচ্ছে।এর মধ্যে  ১০৫ হেক্টর উপশি ও ৫ হেক্টর হাইব্রিড। প্রায় ৭৫ ভাগ ক্ষেতে চারা রোপন সম্পন্ন হয়েছে।উপজেলার হিতামপুর ব্লকের চাষী জামাল সরদার জানান,তিনি আড়াই বিঘা জমিতে আউশের আবাদ করেছেন।বৃস্টি তেমন না হওয়ায় সেচ দিয়ে চারা রোপন সম্পন্ন করেছেন। প্রাকৃতিক কোন দূযোগ না হলে আউশ থেকে ভালো ফলনের আশা করছেন।  উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো:জাহাঙ্গীর আলম জানান, স্বল্প পরিমাণে কিটনাশক,অল্প সেচ ও কম পরিশ্রমে আউশ ধান উৎপাদন করা সম্ভব।তাই আবহাওয়া অনুকুলে থাকলে আউশ থেকে কৃষকরা বিচুলী ও ধানের ভাল মূল্য  পাবেন---





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)