শিরোনাম:
পাইকগাছা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

SW News24
শুক্রবার ● ১ জুলাই ২০২২
প্রথম পাতা » সংস্কৃতি ও বিনোদন » আশাশুনির বড়দল ও শোভনালীতে রথযাত্রা উপলক্ষে বর্নাঢ্য শোভাযাত্রা
প্রথম পাতা » সংস্কৃতি ও বিনোদন » আশাশুনির বড়দল ও শোভনালীতে রথযাত্রা উপলক্ষে বর্নাঢ্য শোভাযাত্রা
৩০১ বার পঠিত
শুক্রবার ● ১ জুলাই ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আশাশুনির বড়দল ও শোভনালীতে রথযাত্রা উপলক্ষে বর্নাঢ্য শোভাযাত্রা

আশাশুনি  : আশাশুনির বড়দল ও শোভনালী ইউনিয়নে উৎসাহ, উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব ও বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকাল ৪ টায় পৃথক পৃথক ভাবে রথযাত্রা অনুষ্ঠিত হয়।

উপজেলার বড়দল ইউনিয়নের বুড়িয়া শ্রীশ্রী মদনগোপাল আশ্রামর আয়োজনে ২৪তম বার্ষিক রথযাত্রা অনুষ্ঠিত হয়। রথযাত্রাপূর্ব আশ্রম চত্বরে অধ্যক্ষ নিরঞ্জন গোস্বামীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি এবিএম মোস্তাকিম। বিশেষ ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি নীলকণ্ঠ সোম, সাধারণ সম্পাদক রনজিত কুমার বৈদ্য, বড়দল ইউপি চেয়ারম্যান জগদীশ চন্দ্র সানা, বড়দল পূজা উদযাপন পরিষদের সভাপতি সুরঞ্জন কুমার ঢালী, কাদাকাটি পূজা উদযাপন পরিষদের সভাপতি, প্রধান শিক্ষক অরবিন্দ কুমার সানা, মুক্তিযোদ্ধা লিয়াকত আলীসহ বিভিন্ন ইউনিয়নের পূজা উদযাপন পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ। আলোচনা সভা শেষে বুড়িয়া শ্রীশ্রী মদন গোপাল আশ্রম ‘জগন্নাথ মন্দির’ হতে জগন্নাথ দেবের সুসজ্জিত রথের রশি টেনে নিয়ে পদব্রজে বুড়িয়া গুন্ডিচা মন্দিরে গিয়ে পূজা আরতি করা হয়।

অপরদিকে, শোভনালী ইউনিয়নের কামালকাটি শ্রীশ্রী রাধা শ্যামসুন্দর ইস্কন মন্দিরে শত শত ভক্তদের অংশ গ্রহনে রথযাত্রা অনুষ্ঠিত হয়। উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক শম্ভূজিৎ মন্ডলের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠানে শুভেচ্ছা জ্ঞাপন করে মুঠো ফোনে বক্তব্য রাখেন, অধ্যাপক ডাঃ আ.ফ.ম রুহুল হক এমপি।





আর্কাইভ