শিরোনাম:
পাইকগাছা, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

SW News24
বুধবার ● ২৭ জুলাই ২০২২
প্রথম পাতা » আঞ্চলিক » খুলনায় তথ্য অধিকার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
প্রথম পাতা » আঞ্চলিক » খুলনায় তথ্য অধিকার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
৩০২ বার পঠিত
বুধবার ● ২৭ জুলাই ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

খুলনায় তথ্য অধিকার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

খুলনা আঞ্চলিক লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে বুধবার--- দিনব্যাপী তথ্য অধিকার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন খুলনার জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান তালুকদার।

প্রধান অতিথি তাঁর বক্তৃতায় বলেন, দুর্নীতিমুক্ত ও জবাবদিহিতামূলক সরকার বাস্তবায়নে তথ্য অধিকার আইন অন্যতম প্রধান নিয়ামক। জনগণের ক্ষমতায়ণে এটি বর্তমান সরকারের যুগান্তকারী উদ্যোগ। তিনি বলেন, এ আইন জনগণ প্রয়োগ করে সরকার তা বাস্তবায়ন করে। সরকারি, স্বায়ত্তশাসিত, আধাসরকারি ও বেসরকারি সকল প্রতিষ্ঠানের তথ্য জানা নাগরিক অধিকার। তাই সুশাসন প্রতিষ্ঠায় তথ্য অধিকার আইনের ব্যাপক চর্চা হওয়া দরকার।

আঞ্চলিক লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের উপপরিচালক মোঃ মঈন উদ্দীনের সভাপতিত্বে কর্মশালায় কী-নোট পেপার উপস্থাপন করেন খুলনা আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার জিনাত আরা আহমেদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের সচিব মোঃ আজমুল হক এবং বিভাগীয় কমিশনারের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের পরিচালক মোঃ গিয়াস উদ্দিন।

কর্মশালায় খুলনা ও বরিশাল বিভাগের ৩০ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন





আর্কাইভ