শিরোনাম:
পাইকগাছা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

SW News24
সোমবার ● ৮ আগস্ট ২০২২
প্রথম পাতা » শিক্ষা » খুলনা বিভাগে মুজিব গ্রাফিক নভেল সিরিজ বিতরণ
প্রথম পাতা » শিক্ষা » খুলনা বিভাগে মুজিব গ্রাফিক নভেল সিরিজ বিতরণ
৩১৬ বার পঠিত
সোমবার ● ৮ আগস্ট ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

খুলনা বিভাগে মুজিব গ্রাফিক নভেল সিরিজ বিতরণ

বিশ্ব সাহিত্য কেন্দ্রের উদ্যোগে ও মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস বিকাশের সহযোগিতায় স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে ভবিষ্যৎ প্রজন্মের মাঝে ‘মুজিব’ গ্রাফিক নভেল সিরিজ বিতরণ অনুষ্ঠান সোমবার দুপুরে খুলনা জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) এর চেয়ারম্যান ও বিশ্ব--- সাহিত্য কেন্দ্রের ট্রাস্টি মোঃ আব্দুস সামাদ।

প্রধান অতিথির বক্তৃতায় চেয়ারম্যান বলেন, বঙ্গবন্ধু ছিলেন জাতির কান্ডারি ও রাজনীতির কবি। তিনি সারাজীবন বাঙালি জাতির স্বাধীনতা ও অধিকার আদারের জন্য সংগ্রাম করেছেন। এই জন্য তাকে বার বার জেলে যেতে হয়েছে। তার বজ্রকন্ঠ, অনবদ্য সাহস ও অসাধারণ নেতৃত্বের ফলে আমরা সার্বভৌম স্বাধীন রাষ্ট্র পেয়েছি। হাজার বছর ধরে বাঙালির যে দুঃখ, বেদনা, কষ্ট, অর্থনৈতিক দুরাবস্তা, অনাচার জমে ছিলো সেই পাষাণকে ভেঙ্গে একটি আত্মপ্রত্যয়ে দীপ্ত জাতি গঠন করাই ছিলো তার স্বপ্নের দর্শন। পদ্মা সেতু নির্মাণ সম্পর্কে চেয়ারম্যান বলেন, পদ্মা সেতু বাংলাদেশকে কেন্দ্রীভূত করেছে। একীভূত বাংলাদেশ গড়ে তুলেছে। আজকের টেকনাফ থেকে পঞ্চগড় এবং সাতক্ষীরা থেকে সুনামগঞ্জের মধ্যে কোন পার্থক্য নেই। এই সেতুর ফলে মানুষের মাঝে ব্যবধান দূর হয়েছে। তিনি আরও বলেন, ‘মুজিব’ গ্রাফিক নভেল সিরিজ বিতরণের উদ্যোগ শিশু-কিশোরসহ সকল মানুষকে বঙ্গবন্ধু সম্পর্কে আরো ভাল করে জানার সুযোগ করে দেবে। এই কাজে সহযোগিতার জন্য বিকাশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, যত বেশি বই পড়বে, জ্ঞানরাজ্য সম্পর্কে ততবেশি জানতে পারবে। এর ফলে বুদ্ধিদীপ্ত মানুষ হবে। বিশ^মানের নাগরিক হিসেবে গড়ে উঠবে। পৃথিবীকে নেতৃত্ব দিতে পারবে।

খুলনার বিভাগীয় কমিশনার মোঃ জিল্লুর রহমান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিকাশের চিফ এক্সটার্নাল অ্যান্ড কর্পোরেট অ্যাফেয়ার্স কর্মকর্তা মেজর জেনারেল (অব:) শেখ মোঃ মনিরুল ইসলাম ও বিশ^সাহিত্য কেন্দ্রের পরিচালক শামীম আল মামুন।

অনুষ্ঠানে প্রধান অতিথি খুলনা বিভাগের একশ’টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে চার হাজার কপি ‘মুজিব’ গ্রাফিক নভেল সিরিজ বিতরণ করেন। এপর্যায়ে একশটি স্কুলের প্রতিটিতে পাঁচ সেট করে বই দেয়া হয়েছে। ফলে একই সাথে ৪০ জন শিক্ষার্থী স্কুলের লাইব্রেরি থেকে বইটি পড়ার সুযোগ পাবে।

উল্লেখ্য, আগামী প্রজন্মের মাঝে বই পড়ার অভ্যাস গড়ে তুলতে দায়িত্বশীল কর্পোরেট প্রতিষ্ঠান হিসেবে ২০১৪ সাল থেকে বিশ^সাহিত্য কেন্দ্রের বই পড়া কর্মসূচির সাথে যুক্ত আছে বিকাশ। এ পর্যন্ত দুই হাজার ৯০০ শিক্ষা প্রতিষ্ঠানে ২ লাখ ৫৩ হাজার ছয়শত বই দিয়েছে বিকাশ, যা থেকে ২৬ লাখ পাঠক উপকৃত হয়েছেন।





শিক্ষা এর আরও খবর

পাইকগাছায় বগুড়ারচক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে পুনর্মিলনী অনুষ্ঠিত পাইকগাছায় বগুড়ারচক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে পুনর্মিলনী অনুষ্ঠিত
শিক্ষা হতে হবে আদর্শভিত্তিক       -ভূমিমন্ত্রী শিক্ষা হতে হবে আদর্শভিত্তিক -ভূমিমন্ত্রী
পাইকগাছায় স্কুল পরিচালনা পর্ষদের নির্বাচনে ভোটার তালিকায় অনিয়মের অভিযোগ ; নির্বাচন স্থগিত পাইকগাছায় স্কুল পরিচালনা পর্ষদের নির্বাচনে ভোটার তালিকায় অনিয়মের অভিযোগ ; নির্বাচন স্থগিত
পাইকগাছায় প্রশিক্ষণ প্রাপ্ত শিক্ষকদের মাঝে সনদপত্র বিতরণ পাইকগাছায় প্রশিক্ষণ প্রাপ্ত শিক্ষকদের মাঝে সনদপত্র বিতরণ
পাইকগাছা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা সফর সম্পন্ন পাইকগাছা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা সফর সম্পন্ন
পাইকগাছায় ২৮ শিক্ষা প্রতিষ্ঠানে বেঞ্চ বিতরন পাইকগাছায় ২৮ শিক্ষা প্রতিষ্ঠানে বেঞ্চ বিতরন
পাইকগাছায় বানিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষকে সম্মাননা প্রদান পাইকগাছায় বানিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষকে সম্মাননা প্রদান
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীর ৬৪ জেলা সাইকেল ভ্রমণ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীর ৬৪ জেলা সাইকেল ভ্রমণ
যৌথ শিক্ষা-গবেষণা কার্যক্রমে খুলনা বিশ্ববিদ্যালয়ের সাথে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষরিত যৌথ শিক্ষা-গবেষণা কার্যক্রমে খুলনা বিশ্ববিদ্যালয়ের সাথে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষরিত
মাগুরায় জাতীয় শিক্ষা সপ্তাহ পুরস্কার বিতরণ মাগুরায় জাতীয় শিক্ষা সপ্তাহ পুরস্কার বিতরণ

আর্কাইভ