শিরোনাম:
পাইকগাছা, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

SW News24
সোমবার ● ১৫ আগস্ট ২০২২
প্রথম পাতা » আঞ্চলিক » কয়রায় জাতীয় শোক দিবস পালন
প্রথম পাতা » আঞ্চলিক » কয়রায় জাতীয় শোক দিবস পালন
৩২০ বার পঠিত
সোমবার ● ১৫ আগস্ট ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কয়রায় জাতীয় শোক দিবস পালন

অরবিন্দ কুমার মণ্ডল,  কয়রা(খুলনা)ঃ ---কয়রা উপজেলা প্রশাসনের উদ্যোগে স্বাধীনতার মহান স্থপতি জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।

 দিবসটি পালন উপলক্ষে ১৫ আগস্ট সকাল ৮.৩০টায় জাতীর জনকের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা, চিত্রাংকন ও রচনা প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাসের সভাপতিত্বে ও বরুণ কুমার বৈরাগীর সঞ্চালনায় শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এস এম শফিকুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান এ্যাডঃ কমলেশ কুমার সানা, কয়রা থানা অফিসার ইনচার্জ এবিএমএস দোহা (বিপিএম), উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডাঃ মুস্তাইন বিল্যাহ, কৃষি অফিসার মোঃ আছাদুজ্জামান, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার এ্যাডঃ কেরামত আলী, উপজেলা শিক্ষা অফিসার মোঃ হাবিবুর রহমান প্রমুখ।


আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক ও সাংবাদিক বৃন্দ।  আলোচনা শেষে চিত্রাংকন ও রচনা প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ সহ যুবঋণ বিতরণ করা হয়। এ ছাড়া আছরবাদ আলহেরা জামে মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।





আর্কাইভ