শিরোনাম:
পাইকগাছা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

SW News24
শুক্রবার ● ১৯ আগস্ট ২০২২
প্রথম পাতা » সংস্কৃতি ও বিনোদন » কয়রায় ভগবান শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উৎসব উদযাপন
প্রথম পাতা » সংস্কৃতি ও বিনোদন » কয়রায় ভগবান শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উৎসব উদযাপন
৩৪০ বার পঠিত
শুক্রবার ● ১৯ আগস্ট ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কয়রায় ভগবান শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উৎসব উদযাপন

 অরবিন্দ কুমার মণ্ডল, কয়রা; খুলনার কয়রায় মহাবতার ভগবান শ্রী কৃষ্ণের ৫২৪৮তম জন্মোৎসব উপলক্ষ্যে জন্মাষ্টমী অনুষ্ঠান ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
---১৯ আগস্ট, শুক্রবার সকাল ১১টায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কয়রা উপজেলা শাখার আয়োজনে ভগবান শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উৎসব উদযাপন উপলক্ষ্যে কয়রা শ্রীশ্রী সনাতন ধর্ম মন্দির প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য ধর্মীয় শোভাযাত্রা শুরু হয়ে কয়রার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কয়রা দক্ষিণচক শ্রীশ্রী কালি মন্দির প্রাঙ্গণে এসে শেষ হয়।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কয়রা উপজেলা শাখার সভাপতি এ্যাডঃ অম্বিকা চরণ সানার সভাপতিত্বে ও প্রভাষক বিদেশ রঞ্জন মৃধার সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামীলীগের খুলনা জেলা শাখার সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার প্রেম কুমার মণ্ডল, কোষাধ্যক্ষ ইঞ্জিনিয়ার মাহবুবুল আলম, কয়রা উপজেলা শাখার সভাপতি জিএম মহসিন রেজা, কয়রা উপজেলা চেয়রাম্যান আলহাজ্ব এসএম শফিকুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিমেষ বিশ্বাস, কয়রা থানা অফিসার ইনচার্জ এবিএম এস দোহা (বিপিএম), কয়রা উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক নিশিত রঞ্জন মিস্ত্রী, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের কয়রা উপজেলা শাখার সভাপতি বাবু বিজয় কুমার সরদার, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক দিলীপ কুমার বৈরাগী, উপজেলা ভাইস চেয়ারম্যান এ্যাডঃ কমলেশ কুমার সানা প্রমুখ। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা পূজা উদযাপন পরিষদের সদস্য প্রশান্ত কুমার মণ্ডল ও নিতাই মণ্ডল, অধ্যক্ষ অদ্রীশ আদিত্য মণ্ডল, প্রধান শিক্ষক বিকাশ চন্দ্র মণ্ডল, সুজিৎ কুমার রায়, ব্রজেন্দ্র নাথ যোদ্দার, দেবীরঞ্জন মণ্ডল,  মৃণাল কান্তি ঘোষ, কয়রা শ্রীশ্রী সনাতন ধর্ম মন্দিরের সভাপতি হরপ্রসাদ রায়, সাধারণ সম্পাদক জগদীশ মজুমদার, সাধারন সম্পাদক ধীরাজ রায়, বাংলাদেশ যুব ঐক্য পরিষদের খুলনা জেলা সহসভাপতি ও কয়রা উপজেলা সভাপতি অরবিন্দ কুমার মণ্ডল, বাংলাদেশ ছাত্র ঐক্য পরিষদের কয়রা উপজেলা শাখার আহবায়ক অভিজিৎ মহলদার, সাংবাদিক মনিরুজ্জামান মনু, কয়রা উপজেলা যুব ঐক্য পরিষদের সহসভাপতি প্রভাষক ত্রিনাথ মণ্ডল, কার্তিক কুমার বিবেক, ও অসিত মণ্ডল, জেলা যুব ঐক্য পরিষদের সহআদিবাসীবিষয়ক সম্পাদক দয়াল মুণ্ডা, উপজেলা ছাত্র ঐক্য পরিষদের সদস্য সচিব সুদীপ সরকার সহ কয়রা উপজেলা পূজা উদযাপন পরিষদ, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, বাংলাদেশ যুব ও ছাত্র ঐক্য পরিষদ, বাংলাদেশ মতুয়া পরিষদ, বৈষ্ণব সম্প্রদায়, সৎসঙ্গ পরিষদ, সত্যধর্ম পরিষদ, শিক্ষক, সাংবাদিক ও সর্বস্তরের সনাতনী সম্প্রদায়ের তিন সহস্রাধিক কৃষ্ণভক্ত ধর্মীয় শোভাযাত্রায় অংশ গ্রহণ করেন।


ঝাঁজ, ডংকা, কাঁশির ধ্বনিতে ধর্মীয় শোভাযাত্রাকে সাফল্যমণ্ডিত করে কয়রার আমাদীর বালিয়া ডাঙ্গা মতুয়া ভক্ত পরিষদ, বাগালীর বামিয়া - বৈরাগীরচক মতুয়া পরিষদ, আশাশুনির খাজরা মতুয়া পরিষদ।





আর্কাইভ