শিরোনাম:
পাইকগাছা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

SW News24
মঙ্গলবার ● ২৭ সেপ্টেম্বর ২০২২
প্রথম পাতা » সংস্কৃতি ও বিনোদন » পাইকগাছায় ১৫4 মন্দিরে দূর্গা পূজার প্রস্তুতি
প্রথম পাতা » সংস্কৃতি ও বিনোদন » পাইকগাছায় ১৫4 মন্দিরে দূর্গা পূজার প্রস্তুতি
৩১৮ বার পঠিত
মঙ্গলবার ● ২৭ সেপ্টেম্বর ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাইকগাছায় ১৫4 মন্দিরে দূর্গা পূজার প্রস্তুতি

প্রকাশ ঘোষ বিধান,  --- উপজেলার ১৫4 টি পূজা মন্দিরে সনাতন ধর্মাবলম্বীদের বৃহত্তম শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ উপলক্ষে প্রতিটি পূজা মন্ডপে চলছে দুর্গা পূজার প্রস্তুতি। পূজার সময় যতই ঘনিয়ে, ততই পূজা মন্ডপগুলোতে ব্যস্ত সময় পার করছেন প্রতিমা শিল্পীরা। অধিকাংশ মন্দিরে প্রতিমার রং এর কাজ শেষ হয়েছ। সরেজমিন পরিদর্শনে জানা গেছে, উপজেলার পৌর শহরের ৬টি পূজা মন্ডপ ও উপজেলার বিভিন্ন ইউনিয়নের ১৪৯টি পূজা মন্ডপে শারদীয় দুর্গাপূজা উৎসব শুরু হবে। তাই সনাতন ধর্মাবলম্বীদের মাঝে চলছে বিপুল উৎসাহ উদ্দীপনা। দুর্গাপূজাকে উপলক্ষ করে পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ ব্যস্ত সময় পার করছেন।


প্রাচীন সভ্যতার তীর্থ ভুমি কপিলমুনিতে নান্দনিক প্যন্ডেল, তোরণ নির্মিত হয়েছে। স্থানীয় পুজা মন্দির সংলগ্ন ও মাদ্রসা মোড় নামক স্থানে ২ টা গেট চমক সৃষ্টি করেছে। কপিলমুনি বাজারের সর্ববৃহৎ প্যন্ডেল নির্মাণ করেছে ৩ টা মন্দির। পোদ্দার পাড়ায় ঐতিহাসিক ভিক্টোরিয়া মেমোরিয়াল আদলে গড়া প্যন্ডেল ও কপিলমুনি কেন্দ্রীয় মিলন মন্দিরে ভারতের মায়াপুর মন্দির সাদৃশ্যে প্যন্ডেল এলাকায় চমক সৃষ্টি করেছে। এ ছাড়া ঐতিহ্যবাহী উত্তর নাছিরপুর সিংহবাড়ী আমতলায় শৈল্পিক নকশার গেট নির্মিত হচ্ছে। পোদ্দার পাড়া মন্দিরের সভাপতি হিমাদ্রী শেখর জানান বিগত দিনের সকল কিছু পরিবর্তন করে রাণী ভিক্টোরিয়া মেমোরিয়াল গড়েছি, তা ছাড়া সাংস্কৃতিক অনুষ্ঠান তো রয়েছে। মিলন মন্দিরের সভাপতি বিপ্লব সাধু জানান, ভিন্নমাত্রা যোগ করতে যাচ্ছি, পুরা প্যন্ডেলে থাকবে নতুন চমক। এ বিষয় পাইকগাছা পুঁজা পরিষদের সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস জানান, দক্ষিণ জনপদের সর্ব বৃহৎ প্যন্ডেল এবার হয়েছে আমাদের কপিলমুনিতে। ---


এবারের দুর্গাপূজায় প্রতিমা শিল্পীরা দুর্গাদেবীসহ অন্যান্য দেবী-দেবতার প্রতিমাগুলোতে নান্দনিক শিল্পকর্মে ফুটিয়ে তোলার চেষ্টা করছেন। একেকজন একেকভাবে তথা ব্যতিক্রম কিছু দেখাতে চাচ্ছে প্রতিমার সাজ-সজ্জা-অলংকরণে। এ যেন প্রতিমা শিল্পীদের এক অনন্য প্রতিযোগিতা। তবে পূজা মন্ডপ পরিচালানকারীদের আর্থিক অবস্থার উপরও নির্ভর করছে প্রতিমার সৌন্দর্যবর্ধন ও অনুষ্ঠানের আয়োজন।


এ বিষয়ে পাইকগাছা বাতিখালি পূজা মন্দির কমিটির সভাপতি গৈৗতম মন্ডল বলেন, প্রতি বছর দুর্গাপূজায় প্রশাসনের নিরাপত্তাসহ সরকারি সবরকম সুযোগ-সুবিধা পাই। সার্বজনীন পূজা মন্ডপে দুর্গাদেবীর সকল ভক্তবৃন্দের স্বতঃস্ফূর্ত উপস্থিতি সবসময় দেখার মতো হয়। আর আনন্দ উৎসবে মুখরিত হয় পূজা মন্ডপ চত্বর।---


পাইকগাছা উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সমিরণ সাধু জানান, ১ অক্টোবর শুরু হবে দুর্গাপূজা শেষ হবে ৫ অক্টোবর। এবার উপজেলার ১৫৫ টি মন্ডপে দুর্গা পূজা উদ্যাপন করা হবে। গত দুই বছর করোনার কারণে বিধিনিষেধের মধ্য দিয়ে সীমিত পরিসরে উৎসবটি পালন করা হয়। তাই এবারের আয়োজন হচ্ছে বেশ ঘটা করে হচ্ছে।

পাইকগাছা থানা অফিসার ইনচার্জ মোঃ জিয়াউর রহমান বলেন, আমরা ইতিমধ্যে পূজা উদ্যাপন সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনা করেছি। পূজার সময় প্রতিটা মন্দির ও গুরুত্বপূর্ণ স্থানসহ বিভিন্ন এলাকা সিসি ক্যামেরার আওতায় আনা হচ্ছে। এছাড়া কন্ট্রোলরুম খোলা, ২৪ ঘণ্টা সাইবার মনিটরিং, টহল পুলিশ দায়িত্ব পালনসহ বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হবে।

 





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)