শিরোনাম:
পাইকগাছা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

SW News24
শুক্রবার ● ৬ এপ্রিল ২০১৮
প্রথম পাতা » বিবিধ » আঘাতের ৫দিন পর অসুস্থ্য হনুমানের মৃত্যু
প্রথম পাতা » বিবিধ » আঘাতের ৫দিন পর অসুস্থ্য হনুমানের মৃত্যু
৫১৭ বার পঠিত
শুক্রবার ● ৬ এপ্রিল ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আঘাতের ৫দিন পর অসুস্থ্য হনুমানের মৃত্যু

---
শেখ আব্দুল মজিদ, চুকনগর, খুলনা॥
পাঁচদিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে শেষ মেষ পৃথিবী ছেড়ে বিদায় নিলো দলছুট ক্ষুধার্ত হনুমানটি। ক্ষুধার তাড়নায় সোমবার যশোরের কেশবপুর অভয়ারণ্য থেকে ছুটে খুলনার ডুমুরিয়া উপজেলার চুকনগর বাজারে আসলে অজ্ঞাত ব্যাক্তির হাতে মারপিটের স্বীকার হয় হনুমানটি। চিকিৎসাধীন অবস্থায় গতকাল শুক্রবার সকাল ১০টায় মারা যায় সে। জানাগেছে, গত সোমবার বিকালে কেশবপুর অভয়ারণ্য থেকে বিরল প্রজাতির একটি কালোমুখো হনুমান ক্ষুদার তাড়নায় ছুটে আসে চুকনগর বাজার এলাকায়। যশোর রোডে একটি ‘স’ মিলের সামনে কে-বা-কারা অনুমানটিকে বেধড়ক পিটুনি দিয়ে আহত করে। আটলিয়া ইউনিয়ন পরিষদের মহিলা মেম্বর পারুল বেগম আহত হনুমানকে তার বাড়িতে নিয়ে চিকিৎসা করায়। মেম্বর পারুল জানায়, হনুমানকে কামরুল নামে এক ইউপি মেম্বর মেরেছে। তবে বিষয়টি কামরুল অস্বীকার করেছেন। ইউনিয়ন পশু চিকিৎসক শংকর মুখার্জী বাপ্পি বলেন, হনুমান আহত ঘটনার বিষয় আমাদেরকে কেউ জানায়নি। মারা যাওয়ার পর উপজেলা প্রাণিসম্পদ অফিসের মাধ্যমে আমাকে জানানো হয়। তবে শুনেছি হনুমানকে শুধুমাত্র মানুষের প্যারাসিটামল খাওয়ানো হয়েছে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)