শুক্রবার ● ২৯ নভেম্বর ২০১৯
প্রথম পাতা » বিবিধ » অশোক সভাপতি : ইকবাল সম্পাদক পাইকগাছায় নতুন বাজার ব্যবসায়ী সমবায় সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন
অশোক সভাপতি : ইকবাল সম্পাদক পাইকগাছায় নতুন বাজার ব্যবসায়ী সমবায় সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন
এস ডব্লিউ নিউজ:
পাইকগাছায় নতুন বাজার ব্যবসায়ী সমবায় সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে সাধারণ সম্পাদক পদে আবু সালেহ মোঃ ইকবাল মোরগ প্রতীকে ২৩৫, সহ-সভাপতি পদে জগন্নাথ দেবনাথ আনারস প্রতীকে ২২৫, কোষাধ্যক্ষ পদে নারায়ন চন্দ্র দেবনাথ ঘুড়ি প্রতীকে ২৪৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। নির্বচনে সভাপতি পদে অশোক কুমার ঘোষ, সদস্য পদে বিল্লাল হোসেন বিশ্বাস ও সঞ্জীত কুমার ঘোষ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়। নির্বাচনে ৪৪৮জন ভোটারের মধ্যে ৩৯৬জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন উপজেলা সমবায় অফিসার মোঃ আব্দুস সাত্তার।শুক্রবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহন অনুষ্ঠিত হয়।