বৃহস্পতিবার ● ৫ নভেম্বর ২০২০
প্রথম পাতা » সর্বশেষ » আশাশুনির আনুলিয়া ব্লাড ব্যাংকের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
আশাশুনির আনুলিয়া ব্লাড ব্যাংকের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
আশাশুনি : আশাশুনির আনুলিয়া ব্লাড ব্যাংকের পূর্ণাঙ্গ কমিটির তালিকা প্রকাশ করা হয়েছে। “একের রক্তে অন্যের জীবন, রক্তেই হোক আত্মার বন্ধন” শ্লোগানকে বুকে ধারণ করে এলাকার মানবতায় আত্মনিয়োগী কিছু যুবকের সাহসিক ভূমিকায় ব্লাড ব্যাংক গঠনের প্রশংসনীয় উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সে লক্ষে মাসুম বিল্লাহকে সভাপতি, জিএম কোপাত রানা, রুহুল কুদ্দুছ ও ফজলুর রহমান ডাবলুকে সহ-সভাপতি, হাফিজুর রহমানকে সাধারণ সম্পাদক, রাজিউল ইসলাম রাসেল, সুমন (জুনিয়র), লিটন হোসেন, এমডি সাদ্দাম হোসেন, সজল সরদার, নাছিমুর নাহিদ, মহসিন আলম বকুল, জি এম মাহবুবুর রহমান (সোহাগ), মিল্টন মন্ডল ও আকরাম হোসেনকে যুগ্ম-সম্পাদক, সোহাগ সরদারকে সাংগঠনিক সম্পাদক, মিলন হোসেন, আজহারুল ইসলাম, এম ডি মাহমুদুল্লাহ হাসান, এস এম সবুজ, উত্তম কুমার মজুমদার, মনিরুল ইসলাম, জাহাঙ্গীর আলম, আল-মামুন, জাকির হোসেন, আশরাফুল ও মিলন হোসেনকে সহ-সাংগঠনিক সম্পাদক, আহসান হাবিবকে কোষাধ্যক্ষ, মোস্তফা কামালকে সহ-কোষাধ্যক্ষ, আবু হাসানকে দপ্তর সম্পাদক, নাইম ইসলামকে উপদপ্তর, রবিউল ইসলামকে প্রশাসনিক, ইব্রাহিম খলিল ও আলমগীর হোসেন বিপিকে উপপ্রশাসনিক, ওলিউর রহমানকে আইন বিষয়ক, শোয়াইব হোসাইন আল আমিন ও রায়হানুল মাওলা তুষারকে প্রচার প্রকাশনা ও গণসংযোগ, ফারুক হোসেন ও আব্দুল জলিলকে ব্লাড ডোনার সম্পাদক, আলীম হোসেন, গোলাম রব্বানী, আব্দুল আলিম, সাদিকুল ইসলাম, আসাদুল ইসলাম, মশিউর রহমান কাফি, মিনারুল ইসলাম, ইসহাক আহম্মেদ ও বিজয় চৌধুরীকে ওয়ার্ড সম্পাদক, জিএম আব্দুল কাদেরকে শিক্ষা বিষয়ক সম্পাদক, ইমন হোসেন, সুমন হোসেন শিক্ষা প্রতিষ্ঠান শাখা সম্পাদক, মাওঃ মুফতি রহমাতুল্লাহ আল হানাফীকে ধর্মবিষয়ক সম্পাদক, ওমর ফারুক তুহিনকে উপধর্মবিষয়ক, হোসনেয়ারা পারভিন, জেসমিন নাহার (তমা) ও চম্পা পারভিনকে মহিলা বিষয়ক, সুমন আহম্মেদ, দুর্যোনকে মানবাধিকার সংরক্ষণ, আমিরুল ইসলামকে ত্রাণ ব্যবস্থাপনা, আক্তারুজ্জামানকে পরিবেশ বিষয়ক, আব্দুল গফফারকে সমাজ কল্যাণ, জাকিরকে প্রবাসী কল্যাণ, ইয়াছিনুর, ইমরান, সহিলুদ্দীন, নজরুল, ফারুক ও হাবিবকে উপপ্রবাসী কল্যাণ, আসাদুল ইসলামকে ক্রীড়া সম্পাদক, আহসান হাবিবকে উপক্রীড়া ও আফসার ঢালীকে সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক করা হয়েছে। এছাড়া কার্যকরী সদস্য করা হয়েছে আবু হেনা শাকিল, তুহিন আলম তুফান, সাইফুল, ইউনুস, আবু হানিফ, জাহিদুল, মুশিউর, আনারুল ও মিজানুর ইসলামকে।