বুধবার ● ২৫ নভেম্বর ২০২০
প্রথম পাতা » সর্বশেষ » ডুমুরিয়ায় নবাগত ইউএনও’র যোগদান
ডুমুরিয়ায় নবাগত ইউএনও’র যোগদান
ডুমুরিয়া প্রতিনিধি
খুলনার ডুমুরিয়ায় নবাগত নির্বাহী অফিসার মোঃ আবদুল ওয়াদুদ যোগদান করেছেন। গতকাল বুধবার সকালে যোগদানের পর উপজেলায় কর্মরত কর্মকতা-কর্মচারীদের সাথে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন। বিকেলে সদর ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা শেষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ডা.সঞ্জীব দাশ,উপজেলা প্রকৌশলী বিদ্যুৎ দাস,মাধ্যমিক শিক্ষা অফিসার সেখ ফিরোজ আহমেদ,চেয়ারম্যান গাজী হুমায়ুন কবির বুলু,ইউপি সচিব সিদ্ধার্থ শংকর ব্যানার্জী, ইউপি সদস্য রফিকুল ইসলাম খান,শেখ ইকবাল হোসেন,আব্দুল হামিদ,সরদার জাহাঙ্গীর হোসেন,সুপ্রিয়া মন্ডল,শেখ তৈয়বুর রহমান, দীপঙ্কর মন্ডল। এর আগে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আশরাফ হোসেন,সহকারী কর্মকর্তা রাসেল আহমেদ,উপজেলা খাদ্য অধিদপ্তরের কর্মকর্তা সুজিৎ চ্যাটার্জী,খাদ্যগুদাম ভারপ্রাপ্ত কর্মকর্তা লিটন কুমার বিশ্বাস,সাব-রেজিষ্ট্রার মোঃ শাহিদুর রহমান ও নকলনবীশ তপন তরফদার’র পক্ষ থেকে পৃথক ভাবে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।