শিরোনাম:
পাইকগাছা, বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

SW News24
শুক্রবার ● ৯ জুলাই ২০২১
প্রথম পাতা » সুন্দরবন » সুন্দরবনে হরিণের ফাঁদসহ তিন চোরা শিকারী আটক
প্রথম পাতা » সুন্দরবন » সুন্দরবনে হরিণের ফাঁদসহ তিন চোরা শিকারী আটক
৩৬৫ বার পঠিত
শুক্রবার ● ৯ জুলাই ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সুন্দরবনে হরিণের ফাঁদসহ তিন চোরা শিকারী আটক

এস ডব্লিউ নিউজ:  সুন্দরবনে হরিণের ফাঁদসহ তিন চোরা শিকারীকে আটক করেছে বনবিভাগ। বৃহস্পতিবার ০৮ জুলাই রাতে সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের চান্দেশ্বর এলাকা থেকে এদের আটক করে বন রক্ষীরা। এ সময় তাদের কাছ থেকে ১৫০ ফুট ফাঁদ, শিকারিদের ব্যবহুত ট্রলার, দা ও ছুড়ি জব্দ করা হয়। শুক্রবার  ০৯ জুলাই  দুপুরে বন আইনে মামলা দায়ের পূর্বক আদালতে সোপর্দ করা হয়েছে।

আটককৃতরা হল, বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার তাফালবাড়ি গ্রামের আবুল শিকদারের ছেলে শাহাদাত শিকদার (৩০), একই এলাকার মালেক খানের ছেলে কাইয়ুম খান (২২) এবং একই উপজেলার দক্ষিন চরদোয়ানির গ্রামের ছত্তার খানের ছেলে জাকারিয়া খান (২৩)।


সুন্দরবন পূর্ব বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মোহাম্মাদ বেলায়েত হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে তিন চোরা শিকারিকে আটক করা হয়েছে। বন আইনে মামলা দায়ের পূর্বক তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)