বুধবার ● ১৫ ডিসেম্বর ২০২১
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় আবারও বাল্য বিয়ের আয়োজন বন্ধ করে দিলেন ইউএনও
পাইকগাছায় আবারও বাল্য বিয়ের আয়োজন বন্ধ করে দিলেন ইউএনও
পাইকগাছা প্রতিনিধি; পাইকগাছায় আবারও বাল্য বিবাহ বন্ধ করে মেয়ের পিতাকে অর্থদন্ড করলো উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ বেগম।
বুধবার বিকাল তিনটার দিকে পাইকগাছার ৮নং রাড়ুলী ইউনিয়নের রাড়ুলী গ্রামের অপ্রাপ্ত বয়স্ক মেয়েকে নোটারী পাবলিকের মাধ্যমে বয়স বাড়িয়ে পার্শ্ববর্তী তালা উপজেলার ছেলে সাথে হরিঢালী ইউনিয়নে মেয়ের নানার বাড়িতে আনুষ্ঠানিকভাবে বিয়ে দিচ্ছিলেন। পাইকগাছা কিশোর কিশোরী ক্লাব থেকে খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম এর নির্দেশে উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক মোঃ আলতাফ হোসেন ও ইউনিয়ন লিডার মোঃ ফয়সাল হোসেন বিয়ের আসর থেকে মেয়ে ও মেয়ের অভিভাবককে আটক করে ভ্রাম্যমান আদালতে হাজির করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ বেগম বিকাল ৬ টায় মেয়ের অভিভাবককে বাল্য বিবাহ নিরোধ আইনে দুই হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন এবং বিয়ে বন্ধ করে দেন। এ সময় প্রশাসনের উপস্থিতি দেখে বিয়ের বরপক্ষ পালিয়ে যায়।