

শনিবার ● ২৯ জানুয়ারী ২০২২
প্রথম পাতা » বিবিধ » শিল্পী সমিতির সভাপতি নির্বাচিত হওয়ায় ইলিয়াস কাঞ্চনকে কেশবপুর নিরাপদ সড়ক চাই সংগঠনের পক্ষ থেকে অভিনন্দন
শিল্পী সমিতির সভাপতি নির্বাচিত হওয়ায় ইলিয়াস কাঞ্চনকে কেশবপুর নিরাপদ সড়ক চাই সংগঠনের পক্ষ থেকে অভিনন্দন
এম. আব্দুল করিম, কেশবপুর (যশোর) প্রতিনিধি :
সম্প্রতি শেষ হওয়া বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে নিরাপদ সড়ক চাই’র চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন শিল্পী সমিতির সভাপতি নির্বাচিত হওয়ায় জাতীয় নিরাপদ সড়ক চাই (নিসচা)’র যশোরের কেশবপুর উপজেলা শাখার পক্ষ থেকে দোয়া অনুষ্ঠান, মিষ্টি বিতরণ ও মহানায়ক ইলিয়াস কাঞ্চনকে অভিনন্দন জানিয়েছেন সংগঠনের নের্তৃবৃন্দ।
এ উপলক্ষে নিরাপদ সড়ক চাই কেশবপুর উপজেলা শাখার আহ্বায়ক বিশিষ্ট সমাজসেবক হারুনার রশিদ বুলবুল এর সভাপতিত্বে কেশবপুর সরকারি ডিগ্রী কলেজের পিছনে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপদেষ্টা মোঃ আশরাফুজ্জামান, রমেশ দত্ত, নিরাপদ সড়ক চাই কেশবপুর উপজেলা শাখার সদস্য মোঃ শরিফুল ইসলাম, এম এ কারীম, সেলিম রেজা, সুশান্ত মল্লিক, মাসুদ পারভেজ, মনিরুজ্জামান, সুজন কুমার ও আজিজুল রহমান পাশা প্রমুখ। পরে সাংবাদিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দদেরকে মিষ্টি বিতরণ করা হয়।