

শুক্রবার ● ২৯ এপ্রিল ২০২২
প্রথম পাতা » কৃষি » পাইকগাছায় তরমুজের ক্লাস্টার প্রদর্শনীর মাঠ দিবস
পাইকগাছায় তরমুজের ক্লাস্টার প্রদর্শনীর মাঠ দিবস
পাইকগাছা প্রতিনিধি; পাইকগাছা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে তরমুজের ক্লাস্টার প্রদর্শনীর উপর মাঠ দিবস পালিত হয়েছে।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা-৬ সংসদ সদস্য আলহাজ্ব আক্তারুজ্জামান বাবু।
শুক্রবার দুপুরে পাইকগাছা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে গড়ইখালী ইউনিয়নের কানাখালীতে ন্যাশনাল এগ্রিকালচার টেকনোলজি প্রোগ্রাম ফেজ, প্রোজেক্ট (এনএটিপি-২) এর আওতায় তরমুজের কাস্টার প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত হয়। খুলনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মোঃ হাফিজুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পাইকগাছা উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার ইকবল মন্টু ,গড়ইখালী ইউপি চেয়ারম্যান জি এম আব্দুস সালাম কেরু। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মো: জাহাঙ্গীর আলম।এসময় কৃষকসহ এলাকার গণ্যমান্য ব্যাক্তি উপস্থিত ছিলেন।