শিরোনাম:
পাইকগাছা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

SW News24
শনিবার ● ৩০ এপ্রিল ২০২২
প্রথম পাতা » সুন্দরবন » ঈদ উপলক্ষে সুন্দরবনে বাড়তি সতর্কতা ;বন কর্মকর্তা রক্ষীদের ছুটি বাতিল
প্রথম পাতা » সুন্দরবন » ঈদ উপলক্ষে সুন্দরবনে বাড়তি সতর্কতা ;বন কর্মকর্তা রক্ষীদের ছুটি বাতিল
৩২৯ বার পঠিত
শনিবার ● ৩০ এপ্রিল ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঈদ উপলক্ষে সুন্দরবনে বাড়তি সতর্কতা ;বন কর্মকর্তা রক্ষীদের ছুটি বাতিল

---এস ডব্লিউ;   ঈদকে সামনে রেখে বিশ্ব ঐতিহ্য সুন্দরবনে বাড়তি সতর্কতা জারি করেছে বন বিভাগ। একই সাথে সুন্দরবনে কর্মরত সকল কর্মকর্তা বনরক্ষীদের ছুটি বাতিল করা হয়েছে। সুন্দরবনের অভ্যন্তরে দায়িত্বরত বনরক্ষীদের টহল জোরদার করতেও বলা হয়েছে।  

 সুন্দরবনের জীববচিত্র্য বনজ সম্পদ রক্ষায় সর্বােচ্চ সতর্কতা নিরাপত্তা জােরদার করেছে বন বিভাগসুন্দরবন দুই বন বিভাগে ভাগ করা হয়েছে। সুন্দরবন পশ্চিম বন বিভাগ  সুন্দরবন পূর্ব বন বিভাগ সুন্দরবন বন বিভাগের  কর্মকর্তা বনরক্ষীদের কর্মস্থল ত্যাগে নিষেধাজ্ঞা জারি করে সার্বক্ষণিক টহলের ব্যবস্থা করা হয়েছে। সর্বোপরি বন বিভাগের সকল কর্মকর্তা কর্মচারীদের ঈদের ছুটি বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন বন বিভাগ। জানা গেছে, ঈদের পুর্বে সুযােগ বুঝে এক ধরনের অসাধু চক্র সুন্দরবনের বিভিন্ন এলাকায় হরিণ শিকার, বিষ প্রয়ােগে মাছ আহরণ, গাছ পাচার করে থাকে।  

 সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মোহাম্মাদ বেলায়েত হোসেন বলেন, ঈদসহ বিভিন্ন অনুষ্ঠান উৎসবকে কেন্দ্র করে সুন্দরবনে অপরাধীরা মাথা চাড়া দিয়ে ওঠে।  তারা  হরিণ শিকার করতে উদ্যত হয়। এজন্য প্রতি ঈদ এবং বড় বড় উৎসবে বন বিভাগ সুন্দরবনে বাড়তি সতর্কতা জারি করে। এবারও সকল বনরক্ষীদের ছুটি বাতিল করা হয়েছে। সেই সাথে টহল জোরদার করা হয়েছে

 বন বিভাগসহ আইন-শৃঙ্খলা বাহিনী সুন্দরবনের সম্পদ বন্যপ্রাণি রক্ষায় তৎপর থাকলেও একাধিক চক্র বিভিন্ন কৌশলে হরিণ শিকার করে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে মাংস, চামড়া, মাথা পাচার করছে। মাঝে মধ্যে বন বিভাগ, কোস্টগার্ড বা পুলিশের হাতে পাচারের সময় ধরাও পড়ছে ফলে সুন্দরবনে পর্যটকদের অন্যতম আকর্ষণ মায়াবী চিত্রল হরিণের অস্তিত্ব এখন হুমকির মুখে


 সুন্দরবন পশ্চিম বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) আবু নাসের মােহসিন হােসেন  বলেন, ঈদ উপলক্ষে বিষ দিয়ে মাছ ধরা হরিণ শিকারীরা বেপরােয়া হয়ে উঠে অপরাধীদের সামাল দিতে সুন্দরবনে সতর্কতা নিরাপত্তা জােরদার করা হয়েছে। ইতিমধ্যে সুন্দরবন  পশ্চিম বন বিভাগের সকল কর্মকর্তা-কর্মচারীদের কর্মস্থল ত্যাগ না করতে নির্দেশ দেওয়া হয়েছে।   বিভিন্ন স্টেশন টহল ফাঁড়িতে দায়িত্বরত কর্মকর্তাদের টহল কার্যক্রম জােরদার  করতে বলা হয়েছে

বঙ্গোপসাগরের উপকূলে বিশ্বের সর্ববৃহত ম্যানগ্রোভ বনভূমি সুন্দরবন। বাংলাদেশের খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, পটুয়াখালী জেলা ছাড়াও ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর চব্বিশপরগনা ও দক্ষিন চব্বিশপরগনা জেলা জুড়ে বিস্তৃত শ্বাসমূলীয় এই সুন্দরববন। ১০ হাজার বর্গকিলোমিটার আয়তনের এ বনের ৬ হাজার ১৭ কিলোমিটার পড়েছে বাংলাদেশের অংশে। বিশ্বখ্যাত রয়েল বেঙ্গল টাইগার, চিত্রা হরিণ, বানর, কুমির, ডলপিন, সাপ নানা প্রজাতির পাখিসহ অসংখ্য বন্য প্রাণীর আবাসস্থল এই সুন্দরবন। আর্ন্তজাতিক রামশার কনভেনশন অনুযায়ী ১৯৯২ সালের ২১মে সুন্দরবনকে রামসার স্থান হিসাবে স্বীকৃতি দেওয়া হয়। এরপর ৬ ডিসেম্বর ১৯৯৭ সালে ইউনেক্সো বিশ্ব এতিহ্যের তালিকা সুন্দরবন স্থান পায়  সুন্দরবনে প্রতি বছর হাজার হাজার পর্যটক ঘুরতে আসে। দেশ-বিদেশের অসংখ্যাক পর্যটক সুন্দরবনের অপরূপ সৌন্দর্যে মুগ্ধ হয়ে প্রকৃতি থেকে বিভিন্ন জ্ঞান অর্জন করে।

 





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)