শিরোনাম:
পাইকগাছা, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

SW News24
শুক্রবার ● ৬ মে ২০২২
প্রথম পাতা » সুন্দরবন » সুন্দরবনের সম্পদ রক্ষায় কমিউনিটি পেট্রোলিং গ্রুপের সদস্যদের আরো বেশি দায়িত্ববান হতে হবে
প্রথম পাতা » সুন্দরবন » সুন্দরবনের সম্পদ রক্ষায় কমিউনিটি পেট্রোলিং গ্রুপের সদস্যদের আরো বেশি দায়িত্ববান হতে হবে
৩১০ বার পঠিত
শুক্রবার ● ৬ মে ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সুন্দরবনের সম্পদ রক্ষায় কমিউনিটি পেট্রোলিং গ্রুপের সদস্যদের আরো বেশি দায়িত্ববান হতে হবে

     ---অরবিন্দ কুমার মণ্ডল, কয়রা, খুলনাঃ

পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রনালয়ের উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার এমপি বলেছেন, সুন্দরবনের সম্পদ রক্ষায় কমিউনিটি পেট্রোলিং গ্রুপের সদস্যদের আরো বেশি দায়িত্ব পালন করতে হবে।

সুন্দরবন আমাদের প্রতিনিয়ত প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে রক্ষা করে। তাই বন বিভাগের লোকদের পাশাপাশি স্থানীয় জনগনকে এই সম্পদ রক্ষায় ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। সুন্দরবনে বিষ প্রয়োগ করে এক শ্রেণীর অসাধু জেলেরা মাছ শিকার করছে। এটি প্রতিহত করতে না পারলে সুন্দরবনের প্রাকৃতিক সম্পদ ধ্বংস হওয়ার পাশাপাশি মৎস্য সম্পদ অচিরেই হারিয়ে যাবে। তিনি আরো বলেন, বর্তমান সরকার সকল সেক্টরের পাশাপাশি সুন্দরবনের উন্নয়নে ব্যাপক আন্তরিক। ইতিমধ্যে সুন্দরবন কেন্দ্রীক বিভিন্ন স্পটে ইকো-ট্যুরিজম কেন্দ্র গড়ে তোলা হচ্ছে। নেওয়া হচ্ছে বিভিন্ন প্রকল্প।

 ৬ মে সকাল ১০ টায় সুন্দরবনের বানিয়াখালি স্টেশন চত্বরে সুন্দরবনের কমিউনিটি টহল দলের সদস্যদের ভিজিল্যান্স ভাতা প্রদান ও গোয়েন্দা নজরদারী টহল পরিচালনা বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

সুন্দরবন খুলনা রেঞ্জ এই অনুষ্ঠানের আয়োজন করে। খুলনা অঞ্চলের বন সংরক্ষক মিহির কুমার দে’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কয়রা-পাইকগাছার সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু। এ সময় তিনি তার বক্তব্যে বলেন, সুন্দরবন আমাদের মায়ের মতো। সকল দুর্যোগে এই অঞ্চলের মানুষকে রক্ষা করে এই সুন্দরবন। তাই এই বনকে টিকিয়ে রাখতে বর্তমান সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন। এই সরকারের আমলে কয়রা-পাইকগাছার যে ব্যাপক উন্নয়ন হয়েছে তিনি তা উল্লেখ করে আরো বলেন, আগামীতে টেকসই বেড়িবাধ নির্মাণ প্রকল্পের কাজ শুরু করা হলে এই এলাকার দৃশ্যপট পাল্টে যাবে।
 বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, অনিমেষ বিশ্বাস উপজেলা নির্বাহী অফিসার, কয়রা।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন, সুন্দরবন পশ্চিম বিভাগের ডিএফও ডঃ আবু নাসের মোহসীন হোসেন। এতে আরো বক্তব্য রাখেন, খুলনা রেঞ্জের সহকারি বন সংরক্ষক (এসিএফ) এজেডএম হাছানুর রহমান, মহেশ্বরীপুর ইউপি চেয়ারম্যান প্রভাষক শাহনেওয়াজ শিকারী, দাকোপ-কয়রা সহ-ব্যবস্থাপনা নির্বাহী কমিটির সহ-সভাপতি অসিত বরন মন্ডল, ট্রেজারার রিয়াছাদ আলী, সিপিজি সদস্য রুদ্র বিশ্বাস প্রমুখ। অনুষ্ঠানে খুলনা রেঞ্জের ৬২ জন কমিউনিটি পেট্রোলিং গ্রুপের সদস্যদের মাঝে ১১ লক্ষ ৪০ হাজার টাকার চেক প্রদান করা হয়।





আর্কাইভ