

মঙ্গলবার ● ২৪ মে ২০২২
প্রথম পাতা » খেলা » কেশবপুরে বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
কেশবপুরে বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
এম আব্দুল করিম, কেশবপুর (যশোর) প্রতিনিধি:
যশোরের কেশবপুরে উপজেলা পর্যায়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের (অনুর্ধ্ব-১৭) ফাইনাল খেলা অনুষ্ঠিত।
কেশবপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার বিকালে শেখ রাসেল মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে টাইব্রেকারে ৪-২ ব্যবধানে পাঁজিয়া ইউনিয়ন ফুটবল একাদশকে পরাজিত করে সুফলাকাটি ইউনিয়ন ফুটবল একাদশ চ্যা¤িপয়ন হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম আরাফাত হোসেনের সভাপতিত্বে খেলায় চ্যা¤িপয়ন ও রানার্স আপ দলের হাতে প্রধান অতিথি হিসেবে পুরস্কার তুলে দেন যশোর-৬ (কেশবপুর) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ স¤পাদক শাহীন চাকলাদার। অনুষ্ঠানে বিশেষ অতিথি
ছিলেন পৌর মেয়র রফিকুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আরিফুজ্জামান, কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহান উদ্দীন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ স¤পাদক গাজী গোলাম মোস্তফা, কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ-উজ-জামান খান, সুফলাকাটি ইউপি চেয়ারম্যান এস এম মুনজুর রহমান, পাঁজিয়া ইউপি চেয়ারম্যান জসীম উদ্দীন, উপজেলা যুবলীগের আহ্বায়ক বিএম শহীদুজ্জামান, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জয় সাহা প্রমুখ।