

বুধবার ● ৩ আগস্ট ২০২২
প্রথম পাতা » নারী ও শিশু » কয়রায় শিশুদের শারীরিক শাস্তি নির্মুলে সচেতনতা তৈরি বিষয়ে র্যালী ও আলাচনা সভা
কয়রায় শিশুদের শারীরিক শাস্তি নির্মুলে সচেতনতা তৈরি বিষয়ে র্যালী ও আলাচনা সভা
অরবিন্দ কুমার মণ্ডল, কয়রা,খুলনাঃ কয়রা উপজেলা মহিলা বিষয়ক অফিসের উদ্যােগে শিশুদের শারীরিক শাস্তি নির্মুলে সচেতনতা তৈরি বিষয়ে এক বার্নাঢ্য র্যালী শেষে এক আলােচনা সভা সােমবার সকাল ১০ টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এস এম শফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা সমাজসেবা অফিসার অনাথ কুমার বিশ্বাস। এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন, উপজেলা মহিলা বিষয়ক অফিসার রেশমা আক্তার। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের এপিসি প্রকল্পের পিসি মােঃ আবু সাঈদ সরদারের পরিচালনায় আলােচনা সভায় আরো বক্তব্য রাখেন, প্রধান শিক্ষক এস এম খায়রুল আলম, নারী নেত্রী মুর্শিদা আক্তার, পরিত্রাণের মােঃ আলাউদ্দিন, শিশু কিশাের ক্লাবের রেশমা আক্তার প্রমুখ।
অনুষ্ঠানে সরকারী কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, এনজিও প্রতিনিধি, শিশু কিশাের ক্লাবের সদস্য সহ সুশীল সমাজের লােকজন উপস্থিত ছিলেন।