

শনিবার ● ২৭ আগস্ট ২০২২
প্রথম পাতা » সংস্কৃতি ও বিনোদন » কেশবপুরে কবি সুকান্ত ভট্টাচার্য এর ৯৬ তম জন্মবার্ষিকী পালিত
কেশবপুরে কবি সুকান্ত ভট্টাচার্য এর ৯৬ তম জন্মবার্ষিকী পালিত
এম আব্দুল করিম, কেশবপুর (যশোর) প্রতিনিধি: যশোরের কেশবপুরে কিশোর কবি সুকান্ত ভট্টাচার্য এর ৯৬ তম জন্মবার্ষিকী উপলক্ষে কবির জীবন, আর্দশ ও তাঁর সৃষ্টি নিয়ে আলোচনা ও কবিতা আবৃত্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উপজেলার পাঁজিয়া সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক সংসদ এর আয়োজনে ২৬ আগস্ট শুক্রবার সন্ধ্যায় সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি নজরুল ইসলাম খান। ঐ সংগঠনের সম্পাদক প্রভাষক তাপস মজুমদার এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কেশবপুর নাগরিক সমাজের সভাপতি এ্যাড. আবু বকর সিদ্দিকী, মুখ্য আলোচক ছিলেন অবসরপ্রাপ্ত অধ্যাপক হাসেম আলী ফকির, বিশেষ অতিথি ছিলেন, প্রথম আলো পত্রিকার সাংবাদিক দীলিপ মোদক, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক তাপস দে। ১৯২৬ সালের ১৫ই আগস্ট সুকান্ত ভট্টাচার্য তার মাতামহের বাড়ি কোলকাতার কালীঘাটের ৪৩,মহিম হালদার স্ট্রীটের বাড়িতে জন্মগ্রহন করেন। কবির পৈতৃক বাড়ি গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া অন্তর্গত ঊনশিয়া গ্রামে।
তারঁ জীবন ও সৃষ্টির উপর আরো আলোচনা করেন, সমাজ কল্যাণ সংস্থার পরিচালক বাবুর আলী গোলদার, পাঁজিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক উজ্জ্বল ব্যাণার্জী, আসুতোষ বিশ্বাস, শিক্ষক আলী আব্বাস, সংগঠনের সহ সভাপতি সমীর দাস, সুব্রত বসু, দেশ সঙ্গীত বিদ্যালয়ের পরিচালক আব্দুস সাত্তার, কবি কৃষ্ণপদ সরকার, প্রনব মন্ডল মানব, রবিউল আলম প্রমুখ।