রবিবার ● ২৮ আগস্ট ২০২২
প্রথম পাতা » রাজনীতি » কয়রায় বিএনপি’র প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ
কয়রায় বিএনপি’র প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ
অরবিন্দ কুমার মণ্ডল, কয়রা,খুলনাঃ কয়রার কালনা আমিনিয়া ফাজিল মাদ্রাসা প্রাঙ্গণে কয়রা উপজেলা বিএনপি’র আয়োজনে সারাদেশে সীমাহীন লোডশেডিং, জ্বালানী খাতসহ দ্রব্যমূল্য বৃদ্ধিতে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সমাবেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল বলেছেন, আগামীতে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে কয়রায় টেকসই বেড়িবাঁধ নির্মাণ করে অবহেলিত কয়রাাবাসীর দীর্ঘদিনের প্রাণের দাবিগুলো বাস্তবায়িত করা হবে। তিনি আরো বলেন, জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, বিদ্যুতের নজিরবিহীন লোডশেডিং, গণপরিবহনে ভাড়া বৃদ্ধি, দ্রব্যমুল্যের উর্দ্ধগতি, ভোলায় পুলিশের গুলিতে ছাত্রনেতা নূরে আলম ও স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুর রহিম হত্যার প্রতিবাদে এ বিক্ষোভ সমাবেশ।
২৭ আগষ্ট, শনিবার বিকাল ৪ টায় কালনা আমিনিয়া ফাজিল মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন কয়রা উপজেলা বিএনপির আহবায়ক এ্যাডঃ মোমরেজুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, জেলা বিএনপি’র আহবায়ক আমীর এজাজ খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সদস্য সচিব এসএম মনিরুল হাসান বাপ্পী ও যুগ্ম-আহবায়ক শেখ আবু হোসেন বাবু।
কয়রা উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক নুরুল আমিন বাবুলের পরিচালনায় সমাবেশে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক খান জুলফিকার আলি জুলু, মোস্তফা উল বারী লাভলু, মোল্লা মোশাররফ হোসেন মফিজ, শেখ তৈয়েবুর রহমান, এসএম শামীম কবির, আশরাফুল আলম নান্নু, শামসুল আলম পিন্টু, এনামুল হক সজল, জেলা বিএনপির সদস্য মোঃ আনিসুর রহমান, মোঃ শাহাদাৎ হোসেন ডাবলু, মোঃ আরিফুর রহমান, মুর্শিদুর রহমান লিটন, নাজমুস সাকির পিন্টু, মোঃ রফিকুল ইসলাম বাবুু, জেলা যুবদলের সাধারণ সম্পাদক ইবাদুল হক রুবায়েদ, কৃষকদলের জেলা সভাপতি মোল্লা কবির হোসেন, জাসাস’র জেলার সভাপতি মোঃ শহিদুল ইসলাম, শ্রমিক দলের জেলা সাধারণ সম্পাদক খান ইসমাইল হোসেন, সেচ্ছাসেবক দল জেলা সাধারণ সম্পাদক আতাউর রহমান রুনু, জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল মান্নান মিস্ত্রী, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা তুহিন, কৃষকদলের সাধারণ সম্পাদক আবু সাঈদ, কয়রা উপজেলা বিএনপি নেতা মাওলা বকস, আলহাজ্ব মনিরুজ্জামান বেল্টু, এমএ হাসান, এ্যাডঃ শেখ আঃ রশিদ, এ্যাডঃ মঞ্জুর আলম নান্নু, সরদার মতিয়ার রহমান, জিএম রফিকুল ইসলাম, গাজী সিরাজুল ইসলাম, এফ এম মনিরুজ্জামান, আঃ রহিম সানা, আলহাজ্ব আবু সাঈদ বিশ্বা, ফয়জুল করিম খোকন, প্রভাষক আবুল কালাম, সিরাজুল ইসলাম, আঃ সামাদ, যুবদল নেতা শরিফুল আলম, মোতাসিম বিল্যাহ, ইছানুর রহমান, হাফিজুর রহমান, সাইদুল ইসলাম, আবুল কালাম আজাদ কাজল, আকবর হোসেন, আহাদুর রহমান লিটন, কৃষক দলের এসএম গোলাম রসুল, স্ব্চ্ছোসেবক দলের নুর ইসলাম খোকন, নুরুল ইসলাম খোকা, ওলামা দলের মাওলানা গোলাম মোস্তফা, ছাত্রদল নেতা আরিফ বিল্যাহ সবুজ, মাহমুদুল হাসান, আলমগীর হোসেন টিটু, সাব্বির রহমান, মেহেদী হাসান সবুজ প্রমুখ।