সোমবার ● ১৯ সেপ্টেম্বর ২০২২
প্রথম পাতা » সংস্কৃতি ও বিনোদন » কেশবপুরে ৯২ মন্ডপে চলছে দূর্গোৎসবের প্রস্তুতি
কেশবপুরে ৯২ মন্ডপে চলছে দূর্গোৎসবের প্রস্তুতি
এম আব্দুল করিম, কেশবপুর (যশোর) প্রতিনিধি: আগামী ১ অক্টোবর হিন্দু ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দূর্গোৎসবকে সামনে রেখে যশোরের কেশবপুরে ৯২ মন্ডপে প্রতিমা তৈরীতে চলছে ব্যাপক প্রস্তুতি। ইতোমধ্যেই শেষ হয়েছে দেবীদূর্গা মুর্তি তৈরীর ৯৫ভাগ কাজ। উপজেলার সবগুলো পূজা মন্ডপে প্রতিমা শিল্পীরা ভক্তদের আনন্দ দিতে দিনরাত পরিশ্রম করে দেবীদূর্গার প্রতিমা মূর্তিকে রং তুলির আঁচড়ে আকর্ষনীয় করে তুলতে ব্যস্ত সময় পার করছেন। আগামী ১ অক্টোবর শনিবার থেকে দেবী পক্ষের ষষ্টি তিথীতে বোধন তলায় মঙ্গল ঘট স্থাপনের মধ্যদিয়ে শ্রী-শ্রী দূর্গা পুজা শুরু হবে। শাস্ত্রীয় পন্ডিতরা বলেছেন এ বছর দেবী দূর্গা গজ’এ আগমন এবং নৌকায় গমন হচ্ছে। এ বছর দূর্গা পূজা ৫দিনে সমাপ্ত হবে। আসন্ন দূর্গা পূজায় কেশবপুরে মোট ৯২ টি পূজা মন্ডপে দূর্গা পূজা অনুষ্ঠিত হবে। তবে বাড়তে পারে আরো একটি মন্ডপ এমনটিই জানিয়েছেন পূজা উদযাপন পরিষদের নের্তৃবৃন্দ। উপজেলা পূজা উদযাপন পরিষদের কেশবপুর শাখার সভাপতি শ্যামল সরকার ও যুগ্ম-সাধারণ সম্পাদক গৌতম রায় জানিয়েছেন, কেশবপুর পৌরসভায় ৭টি, ত্রিমোহীনি ইউনিয়নে ১টি, সাগরদাঁড়ি ইউনিয়নে ১২টি, মজিদপুর ইউনিয়নে ৪টি, বিদ্যানন্দকাটি ইউনিয়নে ৪টি, মঙ্গলকোট ইউনিয়নে ৪টি, কেশবপুর সদর ইউনিয়নে ৭টি, পাঁজিয়া ইউনিয়নে ৯টি, সুফলাকাটি ইউনিয়নে ১১টি, গৌরিঘোনা ইউনিয়নে ১১টি, সাতবাড়িয়া ইউনিয়নে ১০টি ও হাসানপুর ইউনিয়নে ১০টি সহ ৯২টি মন্ডপে দূর্গা পূজা অনুষ্ঠিত হবে। এবিষয়ে উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুকুমার সাহা বলেন, পূজা উদযাপন পরিষদের প্রস্তুতি সভার সিদ্ধান্ত অনুযায়ী ৯২টি মন্ডপের তালিকা প্রস্তুত করার পর আরো ১টি মন্ডপ বৃদ্ধির খবর আমাদের কাছে এসেছে। উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেন বলেন, পূজা চলাকালীন সময়ে যাতে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য কঠোর নজরদারির ব্যবস্থা গ্রহন করা হয়েছে।