

সোমবার ● ১৯ সেপ্টেম্বর ২০২২
প্রথম পাতা » অপরাধ » আশাশুনিতে ৩ সন্তানের জননীকে কুপিয়ে হত্যা করেছে স্বামী; ঘাতক স্বামী গ্রেপ্তার
আশাশুনিতে ৩ সন্তানের জননীকে কুপিয়ে হত্যা করেছে স্বামী; ঘাতক স্বামী গ্রেপ্তার
আহসান হাবিব, আশাশুনি : সাতক্ষীরার আশাশুনিতে উপজেলার প্রতাপনগরে ৩ সন্তানের জননীকে কুপিয়ে হত্যা করেছে পাষন্ড স্বামী। ঘাতক স্বামী গোলাম মোস্তফাকে স্থানীয় জনতা আটক করে পুলিশে সোপর্দ করেছে। ঘটনাটি ঘটেছে সোমবার ভোর ৫ টার দিকে সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার প্রতাপনগর গ্রামে।
স্থানীয় ও গোলাম মোস্তফার পরিবার সূত্রে জানাগেছে, রোববার রাতের খাওয়া শেষে স্বামী ও স্ত্রী একসাথে ঘুমিয়ে পড়ে। ভোর রাতে ঘরের মধ্যে গোঙানির শব্দ শুনে বাড়ীর লোকজন ঘরের পাশে গিয়ে দরজা বন্ধ দেখতে পান। ওই বাড়ীর অন্যান্যরা তাদের ডাকাডাকি করলে ঘাতক স্বামী গোলাম মোস্তফা দরজার ছিটকানি খুলে দ্রুত পালিয়ে যায়। বাড়ীর লোকেরা ভেতরে গিয়ে ৩ সন্তানের জননী শামসুন্নাহারকে রক্তাক্ত জখম মুমূর্ষূ অবস্থায় দেখতে পায়। দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেয়ার আগেই গৃহবধু শামসুন্নাহার মৃত্যুর কোলে ঢোলে পড়ে।
ঘাতক গোলাম মোস্তফার সহোদর নুরুল ইসলাম জানান, গোলাম মোস্তফা মানসিক বেগারগ্রস্ত। প্রত্যেক মাসে তাকে ইনজেকশন দিতে হয়, নচেত পাগলামি বেড়ে যায়। সম্প্রতি তার পাগলামি বেড়ে গিয়েছিল।
আশাশুনি থানা অফিসার ইনচার্জ মমিনুল ইসলাম (পিপিএম) জানান, গৃহবধূর স্বামী এলাকায় মোস্ত পাগল নামে পরিচিত। ভোররাতে নামাজ পড়তে উঠেছিল মোস্ত। এ সময় কোনো এক বিষয় নিয়ে উভয়ের মধ্যে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে মোস্ত স্ত্রীকে ছুরি দিয়ে কুপিয়ে ও খুচিয়ে জখম করে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে পার্শ্ববর্তী শ্যামনগর উপজেলার পাতাখালী গ্রাম থেকে ওই দিন দুপুর ১ টার দিকে ঘাতক স্বামীকে জনতার সহায়তায় আটক করতে সক্ষম হয়েছে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত মৃতদেহের প্রাথমিক সুরতহাল রিপোর্ট শেষে ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে প্রেরন করা হয়েছে। আশাশুনি থানায় মামলার প্রস্তুতি চলছিল বলে মৃত্যের পরিবার সূত্রে জানাগেছে।