

মঙ্গলবার ● ২০ সেপ্টেম্বর ২০২২
প্রথম পাতা » অপরাধ » সড়ক দূর্ঘটনায় শিক্ষক অনাদির মৃত্যু
সড়ক দূর্ঘটনায় শিক্ষক অনাদির মৃত্যু
পাইকগাছার বোহারানপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক অনাদি সরকার (৪০)সড়ক দূর্ঘটনায় মারা গেছে। তিনি মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে মটর সাইকেল যোগে খুলনায় যাওয়ার পথে ডুমুরিয়ার মেছাঘোনা ব্র্যাক অফিসের সামনে আলম সাধু’র ধাক্কায় অনাদি মারা যায়। সে উপজেলার রাড়ুলি গ্রামের হরিদাস সরকারের ছেলে। পুলিশ সুত্রে জানা গেছে, পাইকগাছার রাড়ুলির হরিদাস সরকারের ছেলে স্কুল শিক্ষক অনাদি সরকার মোটর-সাইকেল যোগে খুলনা অভিমুখে যাচ্ছিলেন। (যার নং খুলনা হ ১১-৬৮৬৮) পথিমধ্যে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের ডুমুরিয়া উপজেলার মেছাঘোনা নামক স্থানে তিনি দুর্ঘটনার শিকার হন। প্রাথমিক ভাবে জানা গেছে, আলম সাধু’র ধাক্কায় মোটর সাইকেলসহ তিনি রাস্তার ওপর ছিটকে পড়ে প্রচন্ড আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যান। এ বিষয়ে ডুমুরিয়া ফায়ার সার্ভিস ষ্টেশন কর্মকর্তা সরদার শরিফুল ইসলাম বলেন, দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই আমরা ঘটনাস্থলে গিয়ে দেখি একটি মরদেহ রাস্তার ওপর পড়ে আছে। পাশে একটি মোটর সাইকেলও ফেলানো আছে। প্রাথমিক ভাবে জানতে পেরেছি, একটি আলম সাধু’র সাথে ধাক্কায় এ দুর্ঘটনাটি হয়েছে। ডুমুরিয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) সেখ কনি মিয়া জানান, দুর্ঘটনায় নিহত ব্যক্তির মরদেহ হাইওয়ে পুলিশ হেফাজতে রয়েছে। নিহতের স্বজনদের খবর দেয়া হয়েছে। একই সাথে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। সকলের প্রিয় ও ভাল মনের মানুষ ছিল শিক্ষক অনাদি দাস। তিনি বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি পাইকগাছা শাখার সহ-সাংগঠনিক সম্পাদক ছিলেন।তার মৃত্যুতে তার নিজ গ্রাম ও কর্মরত স্কুলে শোকের ছায়া নেমে এসেছে।