মঙ্গলবার ● ১৮ অক্টোবর ২০২২
প্রথম পাতা » সংস্কৃতি ও বিনোদন » পাইকগাছায় নানা আয়োজনে রাসেল দিবস পালিত
পাইকগাছায় নানা আয়োজনে রাসেল দিবস পালিত
পাইকগাছায় যথাযোগ্য মর্যাদায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ছোট ছেলে শহীদ রাসেল দিবসে নানা কর্মসূচি পালিত হয়েছে। এ উপলক্ষে শহীদ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ, র্্যালী, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়েছে। মঙ্গলবার সকাল উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদ, থানা, পৌরসভা, পাইকগাছা সরকারি কলেজ সহ বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠান উপজেলা পরিষদের বঙ্গবন্ধু ও স্বাধীনতা চত্বরে শহীদ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।পরে শোভাযাত্রা শেষ করে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম এর সভাপতিত্বে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরনী সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু। বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, অধ্যক্ষ মিহির বরন মন্ডল, ইন্সপেক্টর ( তদন্ত) মোঃ রফিকুল ইসলাম। এ সময় আরোও উপস্থিত ছিলেন প্যানেল মেয়র মাহাবুবুর রহমান রঞ্জু, সরকারি কর্মকর্তাদের মধ্যে বিদ্যুৎ রঞ্জন সাহা, সরদার আলী আহসান, জাহাঙ্গীর আলম, শাহজাহান আলী শেখ, ইমরুল কায়েস, মৃদুল কান্তি,দাশ, জয়ন্ত কুমার ঘোষ সহ রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক ও শিক্ষার্থীরা। সভায় রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের পুরস্কৃত করা করা ।