

বুধবার ● ২৬ অক্টোবর ২০২২
প্রথম পাতা » আঞ্চলিক » পাইকগাছায় বাল্যবিয়ে প্রতিরোধ বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত
পাইকগাছায় বাল্যবিয়ে প্রতিরোধ বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত
পাইকগাছায় উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয়ের আয়োজনে বাল্যবিয়ে প্রতিরোধ বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু। এসময়ে বাল্যবিয়ে প্রতিরোধের করণীয় সম্পর্কে তাৎপর্যপূর্ণ বক্তৃতা করেন, ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান, সমাজসেবা কর্মকর্তা সরদার আলী আহসান, শিক্ষা কর্মকর্তা বিদ্যুৎ রঞ্জন সাহা, মাধ্যমিক কর্মকর্তা শাহাজান আলী শেখ, আনসার ভিডিপি কর্মকর্তা মৌলদা খাতুন, প্রধান শিক্ষক রবীন্দ্রনাথ দে, এসআই মোশারফ, জিএম বাবলুর রহমান, উপজেলা হিন্দু বিবাহ নিবন্ধন হিরেন্দ্র নাথ সানা, শিক্ষার্থী সমীহা প্রসাদ প্রদত্ত প্রমূখ। ছবির ক্যাপসন পাইকগাছায় বাল্যবিয়ে প্রতিরোধ বিষয়ক সমন্বয় সভায় বক্তৃতা করেন উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু