শিরোনাম:
পাইকগাছা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

SW News24
মঙ্গলবার ● ২২ নভেম্বর ২০২২
প্রথম পাতা » কৃষি » আশাশুনিতে ব্রিধান-৯০ নমুনা শস্য কর্তন
প্রথম পাতা » কৃষি » আশাশুনিতে ব্রিধান-৯০ নমুনা শস্য কর্তন
২২৮ বার পঠিত
মঙ্গলবার ● ২২ নভেম্বর ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আশাশুনিতে ব্রিধান-৯০ নমুনা শস্য কর্তন

---আশাশুনি : আশাশুনির বেউলায় নমুনা শস্য কর্তন করা হয়েছে। সোমবার সকালে কৃষি বিভাগের উদ্যোগে ।

বুধহাটা ইউনিয়নের বেউলা গ্রামের ইমান আলী সরদারের ছেলে আব্দুস সামাদ ৩ বিঘা জমিতে ব্রিধান-৯০ জাতের ধান প্রদর্শনী ক্ষেতে শস্য কর্তন করা হয়। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সার্বিক সহযোগিতা ও পরামর্শ পেয়ে কৃষক আব্দুস সামাদ নিয়মিত তদারকি করে ব্রিধান-৯০ জাতের ধান চাষ কাজ করে ক্ষেতে ভাল ফসল ফলেছে। ফসলের পরিমান নিরীক্ষণ করতে ধান ক্ষেতে নমুনা ফসল কর্তন করা হয়। উপজেলা কৃষি অফিসার রাজিবুল হাসান উপস্থিত থেকে শস্য কর্তন পর্যবেক্ষণ করেন। ধান কর্তন শেষে পরিমাপ করে দেখা যায় তার ক্ষেতে প্রতি হেক্টর জমিতে ৪.৫৫ মেট্রিন টন ধান উৎপাদন হয়েছে। পাশের কৃষকরা ব্রিধান-৯০’র ফলন ও চাষাবাদে খরচের হিসাব দেখে কৃষক সামাদ অধিক লাভবান হয়েছেন। জেনে বুঝে পার্শ্ববর্তী চাষীরা আগামীতে এই জাতের ধান চাষ করবে বলে অভিমত ব্যক্ত করেন। এসময় উপস্থিত ছিলেন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা জাহিদ হাসানসহ এলাকার বহু চাষী।





আর্কাইভ