

মঙ্গলবার ● ১৩ ডিসেম্বর ২০২২
প্রথম পাতা » রাজনীতি » যারা জঙ্গিবাদ চাই, পাকিস্থান চাই তাদের দিন সরে গেছে -ডা. আ.ফ.ম রুহুল হক এমপি
যারা জঙ্গিবাদ চাই, পাকিস্থান চাই তাদের দিন সরে গেছে -ডা. আ.ফ.ম রুহুল হক এমপি
আশাশুনি : আশাশুনিতে বিএনপি-জামাতের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১ টায় উপজেলা আ’লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান এবিএম মোস্তাকিমের নেতৃত্বে উপজেলা আ’লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে জনতা ব্যাংক মোড় হতে একটি বিশাল বিক্ষোভ মিছিল বাজার ও উপজেলা পরিষদের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে সমাবেশে মিলিত হয়। মোবাইল কনফারেন্সে অধ্যাপক ডা. আ.ফ.ম রুহুল হক এমপি বলেন, জঙ্গিবাদের স্থান এ দেশে নেই। যারা জঙ্গিবাদ চাই, পাকিস্থান চাই তাদের দিন সরে গেছে। সন্ত্রান-মাদকের স্থানও এ দেশে নেই। উপজেলা চেয়ারম্যান ও আমি, আমরা দু’ভাই একসাথে আছি এবং থাকব। আমাদের মধ্যে কোন দ্বিধাদন্দ্ব নাই। আমরা কাধে কাধ মিলিয়ে ষড়যন্ত্রকারী ও সন্ত্রাসের মূল উৎপাটন করব ইনশাল্লাহ্। আ’লীগের সাংগঠনিক সম্পপাদক আব্দুস সামাদ বাচ্চু ও কৃষকলীগ নেতা এম সাহেব আলীর উপস্থাপনায় প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি এবিএম মোস্তাকিম বলেছেন, কেন্দ্রীয় ঘোষিত সকল আন্দোলন সংগ্রামে আমাদের সকলের দ্বিধাদন্দ্ব ভূলে একসাথে রাজপথে থাকতে হবে। নতুবা দেশ বিরোধী ও সন্ত্রাস নৈরাজ্যকারীদের অপসারণ করা যাবে না। আমরা রাজপথে আছি, রাজপথেই থাকব, মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি তথা আ’লীগের সকল পর্যায়ের নেতা কর্মীদের এ আন্দোনে শরিক হওয়ার আহবান জানান। উপজেলার আ’লীগের সহ-সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান শেখ জাকির হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, ইউপি চেয়ারম্যান জগদীস চন্দ্র সানা, সাবেক চেয়ারম্যান আলমগীর আলম লিটন, ইউপি সদস্য আলমগীর হোসেন আঙ্গুর, ছাত্রলীগের সাবেক সভাপতি আছমাউল হুসাইন প্রমূখ। এ সময় উপজেলা আ’লীগ, অঙ্গ ও সহযোগী গঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।