

শুক্রবার ● ৬ জানুয়ারী ২০২৩
প্রথম পাতা » শিক্ষা » কয়রায় কারিগরী শিক্ষাবোর্ডের দক্ষতামান বেসিক সমাপনী পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন
কয়রায় কারিগরী শিক্ষাবোর্ডের দক্ষতামান বেসিক সমাপনী পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন
অরবিন্দ কুমার মণ্ডল,কয়রা, খুলনাঃ খুলনার কয়রায় বাংলাদেশ কারিগরী শিক্ষাবোর্ড পরিচালিত জাতীয় দক্ষতামান বেসিক ৩৬০ ঘন্টা মেয়াদী কোর্সের জুলাই-ডিসেম্বর-২০২২ সেশনের সমাপনী পরীক্ষা উপজেলা সদরের কয়রা কম্পিউটার ইনষ্টিটিউটে পরীক্ষা কেন্দ্র (৩৫১৬০) ও কয়রা মদিনাবাদ দাখিল মাদ্রাসা, কয়রা, খুলনা ভেন্যুতে ৬জানুয়ারী, শুক্রবার সকাল ১০ টায় পরীক্ষা শুরু হয়ে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।
প্রতি বারের ন্যায় এ বছরও বাংলাদেশ কারিগরী শিক্ষাবোর্ড পরিচালিত জাতীয় দক্ষতামান বেসিক ৩৬০ ঘন্টা মেয়াদী পরীক্ষা নকলমুক্ত পরিবেশে সম্পন্ন হয়েছে। এবারের পরীক্ষায় উক্ত কেন্দ্রের অধীনে কয়রা ও পাইকগাছার মোট ৫টি প্রতিষ্ঠানের ৩০৬ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। পরীক্ষার সার্বিক দায়িত্ব পালন করেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা অনাথ কুমার বিশ্বাস। কেন্দ্র সচিবের দায়িত্ব পালন করেন কয়রা কম্পিউটার ইনষ্টিটিউটের প্রতিষ্ঠাতা পরিচালক এম, রকিব হাসান ও হল সুপারের দায়িত্ব পালন করেন কয়রা মদিনাবাদ দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার মাওঃ মোঃ নুরুল ইসলাম।