

সোমবার ● ৬ মার্চ ২০২৩
প্রথম পাতা » আঞ্চলিক » কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে অনুদানের থেকে বিতরণ
কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে অনুদানের থেকে বিতরণ
অরবিন্দ কুমার মণ্ডল, কয়রা, খুলনাঃ কয়রা উপজেলা প্রশাসনের উদ্যোগে ২২ জন অসুস্থ ও অস্বচ্ছল মানুষের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল হতে প্রতি পরিবারের জন্য ৫০ হাজার টাকার আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
রবিবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মমিনুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কয়রা-পাইকগাছার সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু । বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এস এম শফিকুল ইসলাম। এতে আরও বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা প্রানী সম্পদ অফিসার ডাঃ মুস্তাইন বিল্যাহ, ইউপি চেয়ারম্যান জিয়াউর রহমান জুয়েল, আলহাজ্ব আঃ সামাদ গাজী, অধ্যক্ষ ডঃ চয়ন কুমার রায়, আওয়ামীলীগ নেতা জাফরুল ইসলাম পাড়, এস এম জিয়াদ আলী,বীর মুক্তিযোদ্ধা সরদার মাহবুবুর রহমান, ওবাইদুল্যাহ গাইন প্রমুখ।