শিরোনাম:
পাইকগাছা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

SW News24
শনিবার ● ১১ মার্চ ২০২৩
প্রথম পাতা » সাহিত্য » নড়াইলে ৭মার্চ ভাষণের মহিমা বিশ্লেষণ, আলোচনা সভা ও গুণীজন সংবর্ধনা
প্রথম পাতা » সাহিত্য » নড়াইলে ৭মার্চ ভাষণের মহিমা বিশ্লেষণ, আলোচনা সভা ও গুণীজন সংবর্ধনা
১৭৭ বার পঠিত
শনিবার ● ১১ মার্চ ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নড়াইলে ৭মার্চ ভাষণের মহিমা বিশ্লেষণ, আলোচনা সভা ও গুণীজন সংবর্ধনা

ফরহাদ খান, নড়াইল ;---নড়াইল সদরের বিছালী এলাকায় ঐতিহাসিক ৭মার্চ ভাষণের মহিমা বিশ্লেষণ, আলোচনা সভা, গুণীজন সংবর্ধনা ও কবিতা প্রহর অনুষ্ঠিত হয়েছে। নজরুল চেতনায় উবুদ্ধ ‘ঘরামি ঘর’ এর উদ্যোগে শুক্রবার (১০ মার্চ) বিকেলে এসব অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন-অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) জুবায়ের হোসেন চৌধুরী।

ঘরামি ঘরের প্রতিষ্ঠাতা নজরুল গবেষক সাংবাদিক এইচ এম সিরাজের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন-আবৃত্তিশিল্পী অধ্যাপক  ডক্টর সবুজ শামীম আহসান, ওস্তাদ শরীফ শাহ দেওয়ান আল মেহেদী, অগ্রণী ব্যাংকের সাবেক সহকারী মহাব্যবস্থাপক স্বপন কুমার বিশ্বাস, নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক অনিল কুমার বিশ্বাস, বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) বৃহত্তর যশোর প্রতিনিধি সুলতান মাহমুদ, কবি সৈয়দ খায়রুল আলম, অগ্নিবীণার সম্পাদক সাংবাদিক দেওয়ান মোর্শেদ আলম, সাংবাদিক জিয়াউর রহমান জামিসহ অনেকে।

অনুষ্ঠানে শিক্ষার্থীসহ বিভিন্ন পেশাজীবীরা ৭মার্চ ভাষণের তাৎপর্য তুলে ধরে আবৃত্তি করেন। এছাড়া বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭মার্চের ভাষণ দেন।  
এদিকে, প্রধান অতিথি নড়াইলের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জুবায়ের হোসেন চৌধুরীসহ কবি-সাহিত্যিক ও গুণীজনদের সংবর্ধনা দেয়া হয়েছে।





আর্কাইভ