বুধবার ● ১৫ মার্চ ২০২৩
প্রথম পাতা » কৃষি » কেশবপুরে বোরোর বাম্পার ফলনের সম্ভাবনা ; চলছে পরিচর্যা
কেশবপুরে বোরোর বাম্পার ফলনের সম্ভাবনা ; চলছে পরিচর্যা
এম আব্দুল করিম, কেশবপুর (যশোর) প্রতিনিধি: পৌষে রোপিত বোরো আবাদের কাঙ্খিত ফলনের লক্ষ্যে যশোরের কেশবপুরে শেষ মূহুর্তে ধান ক্ষেতে চলছে কৃষকদের ব্যাপক পরিচর্যা। উপজেলার প্রান্তিক চাষিদের ঐকান্তিক প্রচেষ্টা ও কৃষি অফিসের প্রযুক্তিগত সহযোগিতায় উপজেলা কৃষি অফিসের নির্ধারিত বোরো আবাদের লক্ষ্যমাত্রা অর্জনের সাথে সাথে দেখা দিয়েছে বাম্পার ফলনের ব্যাপক স¤া¢বনা।
উপজেলার অধিকাংশ কৃষকেরা সরিষা চাষের পর বোরো আবাদ করে থাকেন। যে কারনে এ উপজেলায় বোরো আবাদ একটু নাবিতে হয়ে থাকে। নাবিতে রোপিত হলেও এ বছর বোরো ধানের বাম্পার ফলনের সম্ভাবনা দেখা দিয়েছে। আবহাওয়ার বৈরীতা না থাকলে দিন শেষে শেষ হাসিটাই হাসবে কেশবপুরের কৃষকরা। উপজেলা কৃষি অফিস সুত্রে জানাগেছে, এবছর উফশী জাতের ব্রি-ধান-২৮, ৫০, ৫৮, ৬২, ৬৩, ৬৭,৭৪, ৮১, ৮৪, ৮৬, ৮৮, ৮৯, ৯২, ও বঙ্গবন্ধু-১০০, এ ছাড়া রড মিনিকেট, বাংলা জিরা, মিনিকেট ও সুবলতা এবং হাইব্রিড জাতের মধ্যে এস এল-৮, তেজ গোল্ড, আগমনি, হিরা, যমুনা, শক্তি, সিজেন্টা-১২০৩, ১২০৫ ও ১২০৬, সাথী, ব্র্যাক-৭৭৭, মাইক্রো-৩, এসিআই, ইস্পাহানী ধানের আবাদ হয়েছে। ১৮ টি উফশী জাতের ও ১৫ টি হাই ব্রিড জাতের ধানের আবাদ করেছেন কৃষকরা। এর মধ্যে বেশী আবাদ হয়েছে ব্রি-ধান-২৮, ৫০, ৭৪ ও বঙ্গবন্ধু-১০০, রড মিনিকেট, বাংলা জিরা, এবং হাইব্রিড জাতের মধ্যে এস এল-৮, তেজ গোল্ড, আগমনি, সিজেন্টা-১২০৩, ব্র্যাক-৭৭৭, এসিআই ধানের। এবিষয়ে কেশবপুর উপজেলা কৃষি অফিসার ঋতুরাজ সরকার জানান কেশবপুরে এবার ১৪ হাজার ৫ শত ২০ হেক্টর জমিতে বোরো ধান চাষের লক্ষ্য মাত্রা ধরা হয়েছে। এক ইঞ্চি জমি অনাবাদি না রাখার প্রধান মন্ত্রীর নির্দেশনার প্রতি গুরুত্ব দিয়ে আমরা অধিক বোরো আবাদের লক্ষে কৃষকদের নানা ভাবে উদ্ধুদ্ধ করণ ও প্রযুক্তিগত সহযোগিতা দিয়েছি। যার ফলে লক্ষমাত্র অর্জিত হয়েছে। আবহাওয়া অনুকুলে থাকলে চাষীরা বোরো ফসল ভার ভাবে ঘরে তুলতে পারবে।