

শনিবার ● ২৫ মার্চ ২০২৩
প্রথম পাতা » আঞ্চলিক » কয়রায় গনহত্যা দিবস পালিত
কয়রায় গনহত্যা দিবস পালিত
অরবিন্দ কুমার মণ্ডল, কয়রা, খুলনা ঃ কয়রা উপজেলা প্রশাসনের আয়োজনে গণহত্যা দিবস উপলক্ষে আলােচনা সভা অনুষ্ঠিত হয়। ২৫ মার্চ, শনিবার বেলা ১২ টায় উপজেলা পরিষদের হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মােঃ মমিনুর রহমানের সভাপতিত্বে ও প্রাণী সম্পদ অফিসার ডা: কাজী মুস্তাইন বিল্লাহর সঞ্চলনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এসএম শফিকুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান এ্যাড: কমলেশ কুমার সানা, উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি শেখ মনিরুজ্জামান মনু, শীর্ষ বৈরাগী প্রমুখ।
উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন, কৃষি সম্প্রসারন অফিসার সুব্রত কুমার সরকার, শিক্ষা অফিসার মােঃ হাবিবুর রহমান, সমাজসেবা অফিসার অনাথ কুমার বিশ্বাস, জনস্বাস্থ্য প্রকৌশলী ইসতিয়াক আহম্মেদ, ইউআরসি মােঃ লােকমান হােসেন, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুচিত্র মণ্ডল, এ্যডঃ অম্বিকা চরণ সানা, শিক্ষক অরবিন্দ কুমার মণ্ডল, সাংবাদিক হুমায়ূন কবির সম্রাট প্রমুখ। এছাড়াও উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারি, বীর মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এসময় উপস্থিত ছিলেন।