

শনিবার ● ১ এপ্রিল ২০২৩
প্রথম পাতা » খেলা » মানুষের শারীরিক-মানসিক বিকাশ ও মেধামননে খেলাধূলার কোনও বিকল্প নেই–এমপি বাবু
মানুষের শারীরিক-মানসিক বিকাশ ও মেধামননে খেলাধূলার কোনও বিকল্প নেই–এমপি বাবু
খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) সংসদ সদস্য মোঃআক্তারুজ্জামান বাবু বলেছেন, জাতির পিতা ক্রীড়াপ্রেমী ছিলেন। তিনি খেলাধুলা খুব পছন্দ করতেন। ২০’র দশকে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনীতেও খেলার কথা উল্লেখ করেছেন। শারীরিক-মানসিক বিকাশ ও মেধামননে খেলাধূলার কোনও বিকল্প নেই। আজকের খেলোয়াড়রাই একদিন আর্ন্তজাতিক ক্রীড়াবিদ হবে। আনন্দ-বিনোদন ছাড়া কারও জীবন পরিপূর্ণ হয় না। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় থেকে সমাজের অবহেলিত ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সার্বিক কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। শনিবার (১এপ্রিল) বিকালে পাইকগাছা উপজেলা পরিষদ প্রাঙ্গনে উপজেলার বিভিন্ন এলাকার খেলোয়াড়দের মধ্যে ক্রিড়া সামগ্রী বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগমের সভাপতিত্বে অনুষ্টানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, উপজেলা ভাইস-চেয়ারম্যান শিহাব উদ্দীন ফিরোজ বুলু, জেলা পরিষদ সদস্য মোঃরবিউল ইসলাম রবি, ইউপি চেয়ারম্যান আব্দুস ছালাম কেরু, বাচ্চু লোহানী সহ উপজেলার বিভিন্ন এলাকার খেলোয়াড় ও জনপ্রতিনিধি, সুধিজন ও সাংবাদিক বৃন্ধ।