শিরোনাম:
পাইকগাছা, মঙ্গলবার, ৩ অক্টোবর ২০২৩, ১৮ আশ্বিন ১৪৩০

SW News24
শুক্রবার ● ৭ এপ্রিল ২০২৩
প্রথম পাতা » কৃষি » কয়রায় বিটি বেগুন চাষে লাভবান হচ্ছে কৃষক
প্রথম পাতা » কৃষি » কয়রায় বিটি বেগুন চাষে লাভবান হচ্ছে কৃষক
৮৩ বার পঠিত
শুক্রবার ● ৭ এপ্রিল ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কয়রায় বিটি বেগুন চাষে লাভবান হচ্ছে কৃষক

 কয়রায় বিটি বেগুনের চাষ বাড়ছে। অল্প জমিতে বেশি ফলন হওয়ায় ও কীটনাশক ব্যবহারের প্রয়োজন না পড়ায় কৃষকেরা এ বেগুন চাষে ঝুঁকছেন। বারি বিটি-৪ জাতের এই বেগুনের বাজার দরও বেশ চড়া। এ কারণে আর্থিকভাবে লাভবান হচ্ছেন কৃষকেরা। এবার কয়রার বিটি বেগুন স্থানীয় চাহিদা মিটিয়ে   ঢাকায় পাঠাচ্ছেন কৃষকরা। 

 


কয়রা উপজেলার ৩ নম্বর কয়রা গ্রামের প্রতি বাড়িতে  বিটি বেগুনের চাষ হচ্ছে। লবনাক্ত কয়রায় কৃষকদের এ বেগুন চাষে সার্বিক সহযোগিতা করছে খুলনা  কৃষি গবেষণা ইনস্টিটিউট ।  জানা গেছে, প্রতি বছর সাধারণ বেগুন চাষের সময় পোকার আক্রমণে ৭০ থেকে ৮০ শতাংশ বেগুন মাঠেই নষ্ট হয়ে যায়। এজন্য মোটা অংকের অর্থ ব্যয় হয় কীটনাশকের পেছনে। তাই খরচ পুষিয়ে নিতে বিটি বেগুন চাষে আগ্রহী হচ্ছেন কৃষক।


কয়রা উপজেলার ৩ নম্বর কয়রা গ্রামের কৃষক গোপাল সরদার বলেন, তিনি নিজ জমিতে দেশি জাতের বেগুনের আবাদ করতেন। এগুলোতে পোকা মাকড় ও পাখির আক্রমণ থাকে, অন্যদিকে ওজন কম। কীটনাশকে খরচ হতো অনেক টাকা। খরচ বাদ দিয়ে লাভ করা কঠিন হয়ে পড়ত। কিন্তু  আশানারুপ ফলন না পেয়ে অনেকটা হতাশ ছিলেন তিনি।  অবশেষে কয়রার সরেজমিন গবেষণা বিভাগের কর্মকর্তার কাছে শরণাপন্ন হন ---হতাশ এই কৃষক। কৃষি গবেষণা ইনস্টিটিউটের পরামর্শে বারি বিটি-৪ জাতের বেগুন চাষ করেছেন। তার ৩ বিঘা জমির ওপর ৫ হাজার ৬০০ চারা রোপণ করেন। ২ মাস ধরে তিনি তার জমি থেকে বেগুন সংগ্রহ করছেন।


 তিনি বলেন, এ বছরে ৩ বিঘা জমিতে অন্তত ১৮ থেকে ২০ টন বেগুন পাওয়া যাবে। যা বিক্রি হবে সাড়ে ৩ লাখ থেকে ৪ লাখ টাকা। প্রতি বিঘায় খরচ হয়েছে ২০ হাজার টাকা। ২ মাসে গড়ে ১ লাখ ৫০ হাজার টাকার বেগুন বিক্রি হয়েছে। সামনে আরও ২ লাখ টাকার বেগুন বিক্রি করতে পারবে বলে আশা করছেন। অন্যান্য বেগুনের চেয়ে দেখতে সুন্দর ও মসৃণ হওয়ায় সবার আগে আমার বেগুন বিক্রি হয়ে যায়। দামও ভাল। তা ছাড়া বাইরের জেলার পাইকারি ব্যাপারীরা বেগুন কিনে নিয়ে যান। প্রতি কেজি বেগুন খুচরা বিক্রি হয় ৩০ থেকে ৪০ টাকা। পাইকারি বিক্রি করি ২৫ থেকে ৩০ টাকা।


একই গ্রামের আবুল হাসান বলেন, আমি এ বছর দেড় বিঘা জমিতে বিটি বেগুন চাষ করেছি। বেগুনে পোকা না থাকায় সবার আগে বেগুন বিক্রি করে বেশি লাভবান হয়েছি। এ বার প্রতিদিন বেগুন তুলে কাটার মাধ্যমে রাজধানীতে পাঠানোর কারণে দাসম বেশি পেয়েছি। আজিজুল ইসলাম বলেন, বিটি বেগুনে কোন বালাই নাশক স্প্রে করা লাগে না। এই বেগুন চাষে খরচ কম। লাভ বেশি। আমার দেখে এবার অনেকেই বিটি বেগুন চাষে আগ্রহ প্রকাশ করেছে।


সরেজমিন বিভাগের বৈজ্ঞানিক সহকারী জাহিদ হাসান বলেন, ৩ নম্বর কয়রার প্রতিটি বাড়িতে বিটি বেগুন চাষ হয়েছে। তিনি বলেন, জৈব পদার্থ ও পুষ্টি উপাদান সমৃদ্ধ দো-আঁশ বা বেলে দো-আঁশ মাটি এবং উঁচু জমিতে এ বেগুন সবচেয়ে বেশি ভাল হয়। যার কারণে কয়রায় ভাল ফলন হয়েছে।


সরেজমিন গবেষনা বিভাগ খুলনা প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. হারুনর রশিদ বলেন, আমরা ৫০ বিঘা জমিতে সার ও বীজ দিয়েছি এবং ৫০ বিঘা জমির বীজ সহায়তা দিয়েছি। বিষমুক্ত বেগুনের বীজের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে বীজের মধ্যে ব্যসিলাস থুরিনজিয়েনসিস (বিটি) জিন (ব্যাকটেরিয়া) যুক্ত করা হয়েছে। ফলে এর ফলনে এবং ডগায় পোকা আক্রান্ত করতে পারে না। এটি সম্পূর্ণ স্বাস্থ্যবান্ধব।





কৃষি এর আরও খবর

পাইকগাছায় বিনামূল্যে ছাগল ও ভেড়ার পিপিআর রোগমুক্ত করণ কর্মসূচী’র উদ্বোধন পাইকগাছায় বিনামূল্যে ছাগল ও ভেড়ার পিপিআর রোগমুক্ত করণ কর্মসূচী’র উদ্বোধন
কয়রায় অমৌসুমে তরমুজ চাষের কলা কৌশলীর উপর মাঠ দিবস কয়রায় অমৌসুমে তরমুজ চাষের কলা কৌশলীর উপর মাঠ দিবস
পাইকগাছায় পাটের দাম কমে যাওয়ায় হতাশ কৃষক পাইকগাছায় পাটের দাম কমে যাওয়ায় হতাশ কৃষক
পাইকগাছায় জলাশয়ে মাছের পোনা অবমুক্ত পাইকগাছায় জলাশয়ে মাছের পোনা অবমুক্ত
নড়াইলে ঋষি পরিবারের মাঝে ৪০টি ছাগল বিতরণ নড়াইলে ঋষি পরিবারের মাঝে ৪০টি ছাগল বিতরণ
পাইকগাছায় কৃষক-কৃষানীদের প্রশিক্ষন পাইকগাছায় কৃষক-কৃষানীদের প্রশিক্ষন
পাইকগাছা কৃষি অফিসের উদ্যোগে তালবীজ রোপন পাইকগাছা কৃষি অফিসের উদ্যোগে তালবীজ রোপন
মৃত্তিকা নমুনা সংগ্রহ, সুষম সার ব্যবহার ও ভেজাল সার সনাক্তকরণ বিষয়ক পাইকগাছায় কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত মৃত্তিকা নমুনা সংগ্রহ, সুষম সার ব্যবহার ও ভেজাল সার সনাক্তকরণ বিষয়ক পাইকগাছায় কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত
কয়রায় অসময়ে তরমুজ চাষ করে সাড়া ফেলেছেন ১০ কৃষক কয়রায় অসময়ে তরমুজ চাষ করে সাড়া ফেলেছেন ১০ কৃষক
খুলনায় চিংড়ি সম্পদ উন্নয়নে ক্লাস্টার চিংড়ি চাষ পদ্ধতি বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত খুলনায় চিংড়ি সম্পদ উন্নয়নে ক্লাস্টার চিংড়ি চাষ পদ্ধতি বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)