বুধবার ● ১৯ এপ্রিল ২০২৩
প্রথম পাতা » রাজনীতি » আশাশুনিতে জাপার ইফতার সামগ্রী বিতরণ
আশাশুনিতে জাপার ইফতার সামগ্রী বিতরণ
আশাশুনি : আশাশুনিতে উপজেলা জাতীয় পার্টির উদ্যোগে ইফতার বিতরণ করা হয়েছে। বুধবার উপজেলা জাপা অস্থায়ী কার্যালয়ে উপজেলা জাপার সাধারণ সম্পাদক এস,এম ইয়াহিয়া ইকবালের পরিচালনায় ইফতার পার্টির আয়োজন করেন সাতক্ষীরা- ১০৭ ও আশাশুনি-০৩ আসনে জাতীয় পার্টির প্রার্থী এড. স ম আলীফ হোসেন। এ সময় উপস্থিত ছিলেন, আশাশুনি প্রেসক্লাবের সভাপতি এস,এম আহসান হাবিব, জাতীয় পার্টির সিনিয়র নেতা মাহবুবর রহমান, রিপোটার্স ক্লাবের সাংগঠনিক সম্পাদক আলাউদ্দিনসহ দলীয় নেকাকর্মীবৃন্দ। এছাড়া, গত সোমবার বিকালে উপজেলা জাপা অস্থায়ী কার্যালয়ে উপজেলা জাপার সাধারণ সম্পাদক এস,এম ইয়াহিয়া ইকবালের পরিচালনায় নেতাকর্মীদের মাঝে ইফতার সামগী বিতরণ করেন, আশাশুনি-০৩ আসনে জাতীয় পার্টির স্বঘোষিত একক প্রার্থী এড. স ম আলীফ হোসেন। পরে একই স্থানে বেশ কিছু নেতাকর্মীর অংশ গ্রহনে ইফতার পার্টিতে যোগ দেন এড. স ম আলীফ হোসেন। তিনি নিজস্ব অর্থায়নে হত দরিদ্রদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা জাপার সভাপতি রুহুল আমিন, আব্দুল মান্নান, জাকির হোসেন, আব্দুর রাজ্জাক, আবুল বাশার, আব্দুল আলিমসহ স্থানীয় নেতাকর্মীবৃন্দ।